এক্সপ্লোর
আইপিএল শুরুর আগেই ধাক্কা নাইট শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন মিচেল স্টার্ক

কলকাতা: আইপিএল শুরু আগে ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ডান পায়ের হাড়ে চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না অজি স্পিড স্টার মিচেল স্টার্ক। এই চোটের জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। আগামী শুক্রবার জোহানেসবার্গে এই টেস্ট শুরু হচ্ছে। একইসঙ্গে পুরো আইপিএলেও একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। জোহানেসবার্গ টেস্টের পরই ২৮ বছরের পেসার দেশে ফিরে যাবেন। অস্ট্রেলিয়ায় তাঁর চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, এবার প্লেয়ারদের নিলামে নাইট রাইডার্স তাঁকে ৯.৪ কোটি টাকায় কিনেছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















