এক্সপ্লোর
Advertisement
করোনা: তিন মাস জার্মানিতে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বিশ্বনাথন আনন্দ
করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে জার্মানিতে আটকে পড়েছিলেন প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।অবশেষে দেশে ফিরতে পারছেন তিনি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে জার্মানিতে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার জেরে আটকে পড়েছিলেন তিনি। প্রায় তিন মাস পর আজ শনিবার তিনি দেশে ফিরছেন বলে জানা গিয়েছে।
চেন্নাই: করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে জার্মানিতে আটকে পড়েছিলেন প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।অবশেষে দেশে ফিরতে পারছেন তিনি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে জার্মানিতে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার জেরে আটকে পড়েছিলেন তিনি। প্রায় তিন মাস পর আজ শনিবার তিনি দেশে ফিরছেন বলে জানা গিয়েছে।
আনন্দের স্ত্রী অরুণা সংবাদসংস্থাকে বলেছেন, হ্যাঁ..আনন্দ আজই ফিরছেন। শুক্রবার রাতে আনন্দ ফ্রাঙ্কফার্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ধরেছেন। দিল্লি হয়ে তিনি আজ বেঙ্গালুরুতে পৌঁছবেন।
কর্ণাটক সরকারের নিয়ম অনুযায়ী বাড়িতে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টটিনে থাকবেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অরুণা জানিয়েছেন, কোয়ারন্টিন প্রক্রিয়া পূর্ণ হওয়ার পর প্রোটোকল মেনে আনন্দ চেন্নাইতে আসবেন।
বুন্দেসলিগা দাবা লিগের জন্য আনন্দ জার্মানিতে নিয়েছিলেন। কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বেই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা ব্যাহত হয়। সেইসঙ্গে জারি হয়, যাতাযাতের ক্ষেত্রে নিষধাজ্ঞা। এরফলে জার্মানিতে আটকে পড়েন আনন্দ।
ফ্রাঙ্কফার্টের কাছেই ছিলেন আনন্দ এবং ক্যান্ডিডে়টস টুর্নামেন্টে ধারাভাষ্য দিচ্ছিলেন। অতিমারির কারণে ওই টুর্নামেন্টে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল।
ভিডিও কলের মাধ্যমে চেন্নাইয়ে পরিবারের সঙ্গে যোগাাযোগ রেখেছিলেন আনন্দ এবং দাবা সংক্রান্ত কাজকর্মে ব্যস্ত ছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement