ডোপ কেলেঙ্কারি থেকে মুক্ত গোলকিপার সুব্রত পাল, সতর্ক করে নির্বাসন প্রত্যাহার করল নাডা
নয়াদিল্লি: ডোপ কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্ত গোলকিপার সুব্রত পাল। নাডার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে সুব্রত নিষিদ্ধ ওষুধ সেবন করেননি। তাই সতর্ক করেই তুলে নেওয়া হল সুব্রত-র উপর সাময়িক নির্বাসনও। তিনি ছিলেন ভারতীয় ফুটবলে স্পাইডারম্যান। এশিয়া কাপে তাঁর একের পর এক সেভ দেখে দঃ কোরিয় মিডিয়া এই তকমাই দিয়েছিল সুব্রত পালকে। সেই স্পাইডারম্যান যখনই ফর্মের তুঙ্গে পৌঁছেছেন, তখনই তাঁর গায়ে সাঁটা হয়েছে বিতর্কের লেবেল। তবুও লড়ে গিয়েছেন।সেই সুব্রত পালের কেরিয়ারেরর নতুন বিতর্কের নাম ছিল ডোপ কেলেঙ্কারি। শেষ পর্যন্ত মুক্তি! এদিন, নাডার তরফে জানানো হয়, ভারতের এই প্রাক্তন ১ নম্বর গোলকিপারের উপর যে সাময়িক নির্বাসন ছিল, তা আপাতত স্থগিত রাখা হল। সুব্রত পাল ইচ্ছাকৃত ভাবে কোনও নিষিদ্ধ ড্রাগ নেননি। তাই তাঁকে নির্বাসিত করা হচ্ছে না। তবে এআইএফএফ-কে চিঠি দিয়ে অবিলম্বে ভারতীয় দলের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে নাডা। কারন, সুব্রতর দাবি ছিল, সেই চিকিৎসকের পরামর্শেই তিনি ওষুধ খেয়েছিলেন।১৮ই মার্চ মুম্বইতে ডোপ টেস্ট হয় সুব্রতর। সেখানেই ডোপ টেস্টে ধরা পড়েন তিনি।