এক্সপ্লোর
Advertisement
আমাদের হিসেবের মধ্যেই রাখেননি গাওস্কর, শাস্ত্রীরা, তাতেই তেতে যায় ছেলেরা, বলছেন পাক ম্যানেজার
করাচি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে সুনীল গাওস্কর, রবি শাস্ত্রীর কথাতেই তেতে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর ফলেই তাঁরা ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান। এমনই দাবি করলেন পাকিস্তানের ম্যানেজার তালাত আলি।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছিল ভারত। ফলে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞই ধরে নিয়েছিলেন, ভারতই চ্যাম্পিয়ন হবে। কিন্তু ফাইনালে অন্য খেলা দেখা যায়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৩৮ রান করে পাকিস্তান। ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ফখর জামান। জবাবে মাত্র ১৫৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৮০ রানে জয় পায় পাকিস্তান।
এতদিন পরে এই জয় প্রসঙ্গে পাক দলের ম্যানেজার বলেছেন, ‘ফাইনালের আগে ভারত আমাদের গুরুত্ব দেয়নি। আমি গাওস্কর ও শাস্ত্রীর বিশ্লেষণ শুনছিলাম। তাঁরা বলেছিলেন, আমাদের কোনও সুযোগ নেই। বলা হয়েছিল, ফাইনালে কোনও লড়াই-ই হবে না। আমাদের মুছে ফেলা হয়েছিল। এটা শুনেই ছেলেরা তেতে গিয়েছিল। আমরা বলেছিলাম, ব্যাট-বলই কথা বলবে।’
তালাত অবশ্য স্বীকার করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পথে তাঁরা ভাগ্যের সহায়তা পেয়েছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আমরা শুরুতেই কয়েকটি উইকেট হারাই। তারপরেই বৃষ্টি নামে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও আমরা ভাল খেলতে পারছিলাম না। থিসারা পেরেরা কীভাবে ক্যাচ মিস করল, সেটা আমি জানি না। ফাইনালেও তিন রানের মাথায় আউট হয়ে গিয়েছিল ফখর। কিন্তু সেটি নো বল হয়। ফলে আমরা ভাগ্যের সাহায্য পেয়েছি।’
তালাত আরও বলেছেন, ‘আমি শুনেছি সারা বিশ্বে টেলিভিশন রেটিংয়ে ভারত-পাক ম্যাচ তৃতীয়। ফুটবল সবার আগে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার দারুণ সাড়া পেয়েছিল। আমি নিশ্চিত, ভারতেও একই ছবি দেখা গিয়েছিল। আশা করি শীঘ্রই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। যত বেশি খেলা হবে, ততই উত্তেজনা কমে যাবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement