এক্সপ্লোর
অনুরাগীদের ভিড় থেকে ধোনিকে বাইরে নিয়ে আসতে দেহরক্ষীর ভূমিকায় হেয়ার স্টাইলিস্ট, ভিডিও ভাইরাল
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা গিয়েছে যে, অনুরাগীদের ভিড় ধোনিকে ঘিরে। এমন পরিস্থিতিতে ধোনির দেহরক্ষীর ভূমিকা নিতে দেখা গেল তাঁর হেয়ার স্টাইলিস্ট সপনা ভভনানিকে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা গিয়েছে যে, অনুরাগীদের ভিড় ধোনিকে ঘিরে। এমন পরিস্থিতিতে ধোনির দেহরক্ষীর ভূমিকা নিতে দেখা গেল তাঁর হেয়ার স্টাইলিস্ট সপনা ভভনানিকে। ভিড়ের সামনে এসে সপনাকে দেখা গেল ধোনিকে বাইরে বের করে নিয়ে যেতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গেছে, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে মুম্বইয়ের ঠানেতে গিয়েছিলেন মাহি। তিনি বাইরে বেরোতেই সেলফি তোলার জন্য অনুরাগীদের ভিড় জমে যায়। অনুরাগীদের ভিড়ে কার্যত আটকে পড়েন ধোনি। এই পরিস্থিতিতে সুরক্ষা বলয় তৈরি করে তাঁকে বাইরে নিয়ে আসেন সপনা। ঘটনার পর সপনা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।
ধোনির একেবারে ঘনিষ্ঠদের মধ্যে একজন সপনা। তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বিশ্বস্ত বন্ধু। সপনা ধোনিকে ক্যাপ্টেন সাব বলে ডাকেন। হেয়ার স্টাইলিস্ট তো বটেই, তিনি ধোনির সহযোগীও।বেশ কয়েক বছর তিনি ধোনির হয়ে কাজ করছেন। সপনা ধোনির হেয়ার স্টাইলিস্টও বটে। কিন্তু আরও অন্যান্য বিষয়েও তাঁর পরিচিতি রয়েছে। নারীবাদ ও মানবাধিকার নিয়ে কাজের জন্যও বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত আট মাস ধোনি ক্রিকেট ময়দানের বাইরে রয়েছেন। আগামী মাসে আইপিএলে মাঠে তাঁর প্রত্যাব্রতন ঘটবে। এরইমধ্যে ধোনির অবসর নিয়ে জোর জল্পনা চলেছে। যদিও ধোনি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।View this post on Instagram
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















