Suryakumar Yadav: ছক্কার বিচারে টেক্কা বিরাটকে, সামনে রোহিত, জোহানেসবার্গে দুরন্ত সেঞ্চুরি সূর্যকুমারের
IND vs SA T20: মাত্র ৫৫ বলে নিজের শতরান পূরণ করেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি।
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত শতরান হাঁকালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কেরিয়ারের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International T20 Cricket) শতরান হাঁকালেন ডানহাতি এই ব্য়াটার। মাত্র ৫৫ বলে নিজের শতরান পূরণ করেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি। সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। ৫৭ ইনিংসে আজকের ম্যাচের পর ১২৩টি ছক্কার মালিক সূর্যকুমার। তিনি টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। বিরাটের ১১৭টি ছক্কা টি-টোয়েন্টি ফর্ম্যাটে। রোহিত শীর্ষে রয়েছেন এই তালিকায়। তিনি ১৪০ ইনিংসে ১৮২ ছক্কার মালিক। বিরাট সেখানে ১০৭ ইনিংসে খেলেছেন। অর্থাৎ ইনিংস খেলার বিচারে বিরাট ও রোহিতের থেকে অনেক কম ইনিংস খেলেছেন সূর্যকুমার।
View this post on Instagram
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় রোহিত ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে শীর্ষে উঠে এলেন সূর্যকুমার। তবে তিন নম্বর বা তার থেকে নীচের পজিশনে নেমে সর্বাধিক টি-টোয়েন্টি শতরান হাঁকিয়ে ফেললেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল ৩ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৪ নম্বর পজিশনে বা তার নীচের দিকে ব্যাট করতে নেমে ৩৯ ইনিংসে ১৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন ডানহাতি ব্য়াটার।
কেন তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এত সম্ভ্রমের চোখে দেখা হয়, বৃহস্পতিবার তা ফের একবার প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি ভারতীয় দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে যিনি সেঞ্চুরি করলেন। ৫৫ বলে সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি সূর্যকুমারের। ৫৬ বলে ১০০ রান করে আউট হলেন তিনি।
স্কাইকে সঙ্গত করলেন যশস্বী জয়সওয়াল। ৪১ বলে ৬০ রান করলেন যশস্বী। যিনি আগের ম্যাচে কোনও রান না করে আউট হয়েছিলেন। তবে রান পাননি শুভমন গিল। ৬ বলে ১২ রান করে ফেরেন। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্যাট করার সুবিধা নিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ২০১/৭।