Bengal vs Maharashtra: ব্যর্থ সুদীপ-রণজ্যোতের লড়াই, রুতুরাজের দাপটে প্রথম ম্যাচেই বড় হার বাংলার
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির (Syed Mushtaq Ali) প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে ৮ উইকেটে হারতে হল বাংলাকে।
মোহালি: নতুন মরশুম। সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক। তাও শুরুতেই ধাক্কা খেতে হল বাংলাকে (Bengal Cricket Team)। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির (Syed Mushtaq Ali) প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে ৮ উইকেটে হারতে হল বাংলাকে।
চলতি মরশুমে সীমিত ওভারের ক্রিকেটে বাংলার অধিনায়ক করা হয়েছে সুদীপ কুমার ঘরামিকে। অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সফল নৈহাটির ক্রিকেটার। তবে রুতুরাজ গায়কোয়াড়ের আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে হারল তাঁর দল। মোহালিতে মহারাষ্ট্রের কাছে ৮ উইকেটে পরাজিত হলেন সুদীপ ঘরামিরা।
মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। ব্যাট হাতে দলকে টানলেন রণজ্যোৎ সিংহ খইরা ও সুদীপ। রণজ্যোৎ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন ঘরামি। এছাড়া অভিষেক পোড়েল ১৫, শাহবাজ আমেদ ১১, হাবিব গাঁধী ৯, ঋত্বিক রায়চৌধুরী ১৭ ও কর্ণ লাল ৩ রান করেন। খাতা খুলতে পারেননি ওপেনার অভিমন্যু ঈশ্বরন। ০ রান করে ফেরেন তিনি।
মহারাষ্ট্রের হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন আর্শিন কুলকার্নি। ১টি করে উইকেট নেন প্রদীপ দাধে, ভিকি ওস্তওয়াল ও আজিম কাজি। উইকেট পাননি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকর।
জবাবে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র মাত্র ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে তারা। ওপেন করতে নেমে রুতুরাজ ছিলেন বিধ্বংসী ছন্দে। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক কেদার যাদব ২৬ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
ম্যাচের পর হতাশ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। বলেছেন, 'মোহালিতে শেষ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। স্যাঁতস্যাঁতে পরিবেশে প্রথমে ব্যাট করতে হওয়ায় দল সমস্যায় পড়েছিল। তবে কোনও অজুহাত দেব না। বড় রান করতে না পারলে বড় দলকে হারানো যাবে না। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।'
আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন