T20 WC 2021, Ind vs Pak: ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়ছে , কোন দলকে সমর্থন করছেন সানিয়া?
ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা আগামী রবিবার কী করবে? কোন দলকে সমর্থন করবেন তিনি? সেদিন ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে।
দুবাই: ভারত- পাক ম্যাচ হলেই তাঁর প্রসঙ্গ উঠে আসে সবসময়। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা আগামী রবিবার কী করবে? কোন দলকে সমর্থন করবেন তিনি? সেদিন ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকে ভারত-পাক ম্যাচের দিনগুলো সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রশ্নের মুখে পড়তে হয় সানিয়াকে। বিভিন্ন সময় ট্রোলের শিকারও হতে হয়েছে তাঁকে। সেই ঝামেলা থেকে এবার মুক্তি পেতে সানিয়া সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচের দিন যাবতীয় সোশ্যাল মিডিয়া থেকে সেদিন বিশ্রাম নেবেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কোনও প্ল্যাটফর্মেই সেদিন সক্রিয় থাকবেন না তিনি।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানিয়া। সেখানেই নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই মহিলা টেনিস তারকা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার পপ গায়িকা দোজা ক্যাটের ‘কিস মি মোর’ গানের সঙ্গে নাচছেন সানিয়া। কিছুক্ষণ পরে আর তাঁকে দেখা যাচ্ছে না। ভিডিওটির ক্যাপশনে লেখা, ''ভারত-পাকিস্তান ম্যাচের দিন আমি নেট মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি।" সানিয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন যুবরাজ সিংহ।
আইসিসি বিশ্বকাপের মঞ্চে সে ৫০ ওভারের হোক বা ২০ ওভারের এখনও অপরাজিত ভারত। ২০০৭ সালে তো প্রথবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফাইনালেও দেখা হয়েছিল ২ দলের। সেবারও জয় পেয়েছিল ভারত। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত এবার প্রথম ম্যাচেই তাঁদের চির প্রতিদ্বন্দ্বী দলের আমনে সামনে হতে চলেছে। শুরু হয়ে গিয়ে মৌখিক যুদ্ধ। সম্প্রতি এক পাক টেলিভিশন সঞ্চালক মন্তব্য করেছিলেন যে ''এবার পাকিস্তান তারিখ বদলে দেবে''। সেই প্রসঙ্গ টেনে এনে বীরেন্দ্র সহবাগ জানান, '২০১১ সালের বিশ্বকাপ হোক কিংবা ২০০৩ সালের বিশ্বকাপ, আমাদের উপর চাপ সবসময় কম ছিল। কারণ বিশ্বকাপে আমাদের অবস্থান পাকিস্তানের তুলনায় প্রত্যেকবারই ভাল ছিল। আমরা তাই কখনওই বড় বড় কোনও মন্তব্য করিনি। কিন্তু পাকিস্তান বরাবরই বড়সড় মন্তব্য করে এসেছে। ভারত তা না করে, নিজেদের প্রস্তুতির দিকেই বেশি নজর দিয়েছে।'
এদিকে মাদাম তুসোর মিউজিয়ামের দুবাই শাখায় বিরাট কোহলির মোমের মূর্তির উন্মোচন হল। মূর্তিকে পরানো হয়েছে ভারতের ১৯৯২ সালের বিশ্বকাপে ব্যবহৃত জার্সি। সম্প্রতি যে জার্সি সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করছিল ভারতীয় দল।