Ind vs Pak, T20 WC LIVE: বিশ্বকাপে ভারতের একাধিপত্যের অশ্বমেধ থামাল পাকিস্তান, ১০ উইকেটে চূর্ণ বিরাটরা
T20 World Cup, Ind vs Pak LIVE: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক লড়াই। আজ, রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।
LIVE
Background
দুবাই: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক লড়াই। আজ, রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে বরাবরই ২ দেশের লড়াইয়ে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে ২ দলই জয় পেয়েছে। তাই বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে ২ দলের মধ্যে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল মুখোমুখি হয়েছে। এই ফর্ম্যাটে একবার মাত্র জয় পেয়েছে পাকিস্তান। যদিও তা বিশ্বকাপের মঞ্চে নয়।
ভারত তাঁদের প্রস্তুতি ম্যাচে প্রথমে ইংল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। তবে পাকিস্তান অবশ্য প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে বাবর আজমের দল। ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কে এল রাহুল, ঈশান কিষাণের মতো তরুণদের ফর্মে থাকা।
Ind vs Pak Live: ভারতকে ১০ উইকেটে হারালেন বাবর আজমরা
বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারালেন বাবর আজমরা।
Ind vs Pak Live: ৪১ বলে হাফসেঞ্চুরি রিজওয়ানের
৪১ বলে হাফসেঞ্চুরি রিজওয়ানের। পাকিস্তানের আর ৩৪ বসে ৩৬ রান চাই।
Ind vs Pak Live: ৪০ বলে হাফসেঞ্চুরি বাবর আজমের
বরুণ চক্রবর্তীকে ছক্কা মেরে ৪০ বলে হাফসেঞ্চুরি বাবর আজমের।
Ind vs Pak Live: ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭১/০
১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭১/০।
Ind vs Pak Live: পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬
৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬ রান।