T20 World Cup 2021: ''পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রিকেটারকে খেলিয়ে ভুল করেছে ভারত'', কী বললেন হগ?
T20 World Cup 2021: এছাড়াও কাঁধে চোট অনুভব করায় ফিল্ডিংয়ের সময়ও মাঠে নামেননি হার্দিক। এরপরই বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, কেন তিনি দলে, সেই নিয়েও প্রশ্ন ওঠে।
![T20 World Cup 2021: ''পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রিকেটারকে খেলিয়ে ভুল করেছে ভারত'', কী বললেন হগ? T20 World Cup 2021: It was a big mistake: Brad Hogg names India player who should not have played against Pakistan in T20 WC T20 World Cup 2021: ''পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রিকেটারকে খেলিয়ে ভুল করেছে ভারত'', কী বললেন হগ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/721c004d477a276edca8605567ed7c69_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। দল নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন অজি লেগস্পিনার ব্র্যাড হগ। তাঁর নিশানাতেও হার্দিক পাণ্ড্য। রবিবার প্রথম একাদশে ছিলেন হার্দিক। ব্যাট করতে নামলেও, বল হাতে তাঁকে দেখা যায়নি। এছাড়াও কাঁধে চোট অনুভব করায় ফিল্ডিংয়ের সময়ও মাঠে নামেননি হার্দিক। এরপরই বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, কেন তিনি দলে, সেই নিয়েও প্রশ্ন ওঠে।
প্রাক্তন অজি লেগস্পিনার হগ ভারতের হারের পর এক সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল হার্দিক পাণ্ড্যকে খেলানো।' ব্যাট হাতে মাত্র ১১ বলে ৮ রান করেন হার্দিক। হত বলেন, 'আগামী ম্য়াচে ভারতীয় দল ২ টো পরিবর্তন করতে পারে। আমার মনে হয় শামির বদলি হিসেবে দল ঢুকতে পারেন শার্দুল ঠাকুর ও হার্দিকের বদলি হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। জাদেজাকে ৬ নম্বরে, শার্দুলকে ৭ নম্বরে ও অশ্বিনকে ৮ নম্বরে ব্যাটিং অর্ডারে পাঠানো যেতে পারে। পাণ্ড্য যদি বল করতে পারে, তবেই ওঁর প্রথম একাদশে সুযোগ হওয়া উচিত।'
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বোলাররা ১৭ ওভারে কোন উইকেট তুলতে পারেননি। প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান মনে করেন বিরাটের গেমপ্ল্যানেই গলদ ছিল। পাওয়ার প্লে তে বিরাট বোলিংয়ে নিয়ে এসেছিলেন প্রথম ওভারে মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে। কিন্তু জাহির মনে করেন যে, নতুন বলে জসপ্রীত বুমরাকে নিয়ে এলে ভাল হত।
এক সাক্ষাৎকারে জাহির বলেন, 'মাঠে নামার আগে আমাদের দল বাছাই নিয়ে ভাবতে হয়। কিন্তু একবার মাঠে নেমে যাওয়ার পর আর তা নিয়ে ভাবার জায়গা থাকে না। কিন্তু সেই সময় গেমপ্ল্যান সাজাতে হয় ঠিক করে। আমার মনে হয় বুমরাকে অন্যভাবে ব্যবহার করা যেত। বুমরাকে যদি শুরুতেই নিয়ে আসা হত নতুন বলে তাহলে হয়ত ছবিটা অন্যরকমও হতে পারত। আমার মনে হয় বুমরাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিল দল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)