(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: অধিনায়কের এমন মন্তব্য! কোহলির ওপর ক্ষিপ্ত কপিল
Kapil on Kohli: রবিবার ম্যাচ হারের পর কোহলি বলেছিলেন, ‘আমরা ব্যাট বা বল হাতে যথেষ্ট সাহসী ছিলাম না।’ কোহলির এই মন্তব্য মেনে নিতে পারেননি কপিল দেব।
দুবাই: সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতের ৮ উইকেটে হারের পরে বিরাট কোহলি (Virat Kohli) বলেছিলেন, ‘আমরা যথেষ্ট সাহসী ছিলাম না’। কোহলির সেই মন্তব্যে বেজায় চটেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। কোহলির মতো বড় মাপের প্লেয়ারের থেকে এমন মন্তব্য আশা করেননি বলে জানিয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার।
রবিবার ম্যাচ হারের পর কোহলি বলেছিলেন, ‘আমরা ব্যাট বা বল হাতে যথেষ্ট সাহসী ছিলাম না।’ কোহলির এই মন্তব্য মেনে নিতে পারেননি কপিল দেব। তিনি বলেছেন, ‘ওর মতো একজন বড় মাপের প্লেয়ারের পক্ষে এটি খুবই দুর্বল বক্তব্য। এই যদি দলের শারীরিক ভাষা হয় এবং যদি অধিনায়কের চিন্তাভাবনা এমন হয়, তবে দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন। কোহলির কথা শুনে আমি হতবাক।’
কপিল যোগ করেছেন, ‘ও একজন যোদ্ধা। আমার মনে হয় সেই মুহূর্তে ও কোনওভাবে বিব্রত ছিল। বা কী বলতে চেয়েছে, সেটাই বুঝতে পারেনি। একজন অধিনায়কের পক্ষে এই ধরনের মন্তব্য করাই উচিত নয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের। এই ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রবল চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না পাল্টে ফেলা হল ওপেনিং জুটি! রোহিত শর্মাকে (Rohit Sharma) ৩ নম্বরে নামিয়ে দেওয়া হল!
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ম্যানেজমেন্টের উপর তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর মতে, সীমিত ওভারের ফর্ম্যাটে রোহিত শর্মা ভারতের সেরা ক্রিকেটার। সেই রোহিতের ব্যাটিং পোজিশন পাল্টানো নেতিবাচক কৌশল বলে মনে করেন রোহিত ।