আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরের শহরে ম্যারাথন, থাকছে ভার্চুয়াল দৌড়ের চমক, পুরুষ ও মহিলাদের সমান পুরস্কার অর্থ
TATA Steel Marathon: কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) এবারও টাটা স্টিল ২৫ কিলোমিটার ম্যারাথনের অন্যতম আকর্ষণ।
কলকাতা: যে স্পোর্টিং ইভেন্টের অপেক্ষায় বছরভর থাকেন বাংলার ক্রীড়াপ্রেমীরা, বুধবার সেই টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের (Tata Steel World 25K Kolkata) ঘোষণা হয়ে গেল। এবারের টাটা স্টিল কলকাতা ম্যারাথন আয়োজিত হবে ১৫ ডিসেম্বর, রবিবার। মোট পুরস্কার অর্থ ১ লক্ষ ৪২ হাজার ২১৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা।
১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে অন গ্রাউন্ড ও ভার্চুয়াল রেজিস্ট্রেশন। এই লিঙ্কে ক্লিক করে করা যাবে রেজিস্ট্রেশন (https://tatasteelworld25k.procam.in/)।
টাটা স্টিল কলকাতা ম্যারাথনকে দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল (The World Athletics Gold Label) প্রতিযোগিতার তকমা দেওয়া হয়েছে। যে ম্যারাথনে পুরুষ ও মহিলা প্রতিযোগীদের জন্য রয়েছে সমান পুরস্কার অর্থ। সঙ্গে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা, চিকিৎসার অত্যাধুনিক সুযোগ সুবিধা, স্যানিটাইজড রুট।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী বলেছেন, 'আমরা সব সময় বিশ্বাস করি সকলকে এক সূত্রে বাঁধতে ও অনুপ্রেরণা দিতে পারে খেলাধুলো। টাটা স্টিল ম্যারাথন এখন আর শুধু দৌড় নয়, এটা ফিটনেস, সংহতি ও দায়বদ্ধতার উদযাপনও।'
মাত্র আট বছরের মধ্যেই প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে টাটা স্টিল ম্যারাথন। যে প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ বেড়েছে রেকর্ড ২৭০ শতাংশ। সময়ের নিরিখেও বিশ্বের অন্যতম সেরা ফল হয় এই ম্যারাথনে। ২৫ কিলোমিটার বিভাগে ২০২৩ সালে বিশ্বরেকর্ড গড়েছিলেন ড্যানিয়েল সিমিউ এবেনিও (Daniel Simiu Ebenyo)। যিনি ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন।
এক ঝলকে ২০২৪ সালের প্রতিযোগিতা
কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) এবারও টাটা স্টিল ২৫ কিলোমিটার ম্যারাথনের অন্যতম আকর্ষণ। কৌশানী বলেছেন, 'খুব কাছ থেকে এই প্রতিযোগিতা দেখাটা অনবদ্য এক অভিজ্ঞতা। গোটা শহরের মেজাজটা ধরা পড়বে এই দৌড়ে। সকলের জন্যই গলা ফাটাব আমি।'
এই প্রথম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কিলোমিটার কলকাতা অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল দৌড়েও অংশগ্রহণের ব্যবস্থা থাকছে। ২৫ কিলোমিটার ছাড়াও ভার্চুয়ালি ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেওয়া যাবে।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement