Marriage News: বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই 'বিয়ের আসর'! বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র!
ABP Ananda Live: বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই 'বিয়ের আসর'! বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র! ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল । বিতর্কের মুখে 'পাত্রী' বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ। প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, দাবি অধ্যাপিকার । হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই 'বিয়ে'।
মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পূণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?
সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়দধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক পুণ্যার্থী গুরুতর আহত। রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছে NSG কমান্ডোরা। তবে আজকের কুম্ভের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রয়াগরাজ থেকেই সেই খবর দিলেন প্রযোজক রানা ভট্টাচার্য্য।


















