এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের পরই অবসর নিতে চান টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশ জনপ্রিয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। অনেক ক্রিকেটারের কাছে তিনি জাদুগর। বিশ্বকাপের পর আর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না তিনি। সেজন্য বিশ্বকাপের পর আর চুক্তির পুনর্নবীকরণ করতে চান না ফারহার্ট।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশ জনপ্রিয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। অনেক ক্রিকেটারের কাছে তিনি জাদুগর। বিশ্বকাপের পর আর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না তিনি। সেজন্য বিশ্বকাপের পর আর চুক্তির পুনর্নবীকরণ করতে চান না ফারহার্ট। নিজের সেই ইচ্ছের কথা তিনি বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন। বোর্ড তাঁকে ভারতীয় দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত থাকতে অনুরোধ করেছে। চার বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন ফারহার্ট।
চলতি বিশ্বকাপে চোট পেয়েছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন ও ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ফর্মে থাকা শিখর বাঁহাতের বুড়ো আঙুলের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগামী দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভুবনেশ্বর।
শিখর ছিটকে যাওয়ার পর দলে নেওয়া হয়েছে ঋষভ পন্তকে।
টিম ইন্ডিয়ায় খুবই সফল ফারহার্ট। খেলোয়াড়দের সময়ের আগে ফিট করে তুলতে প্রাণপাত পরিশ্রম করার জন্য পরিচিত তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement