BCCI Injury Updates: বুমরা-পন্থ-রাহুলরা কবে মাঠে ফিরবেন? পাঁচ তারকার ফিটনেস নিয়ে বড় আপডেট দিল বোর্ড
Team India: শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে রীতিমতো বিবৃতি জারি করে প্রত্যেক ক্রিকেটারের নাম উল্লেখ করে জানানো হল, কার শারীরিক অবস্থা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে।

মুম্বই: শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) দিয়ে। তারপর একে একে ঋষভ পন্থ, কে এল রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণ, শ্রেয়স আইয়ার - তালিকাটা লম্বা।
ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের প্রথম সারির তারকারা চোট পেয়ে একের পর এক মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। কারও কারও অস্ত্রোপচারও করাতে হয়েছে। আপাতত সকলেই রিহ্যাবিলিটেশন করছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। অনেকে কটাক্ষ করে বলছেন, বেঙ্গালুরুর যে অ্যাকাডেমি মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে পরিচর্যার জন্য বানানো হয়েছিল, তা এখন যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোট পাওয়া ক্রিকেটারদের যেখানে শুশ্রূষা করা হয়।
তবে চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে অবশেষে একটু স্বস্তির কথা শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে রীতিমতো বিবৃতি জারি করে প্রত্যেক ক্রিকেটারের নাম উল্লেখ করে জানানো হল, কার শারীরিক অবস্থা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে। কবে তাঁদের মাঠে দেখা যেতে পারে।
যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ: বোর্ড থেকে জানানো হয়েছে, দুই পেসারের রিহ্যাব একেবারে শেষ পর্যায়ে। নেটে পুরোদমে বোলিংও শুরু করে দিয়েছেন দুজনে। এবার কয়েকটি করে প্র্যাক্টিস ম্যাচ খেলবেন দুই পেসার। সেই ম্যাচের আয়োজন করবে এনসিএ-ই। বোর্ডের মেডিক্যাল দল দুজনের অগ্রগতিতে খুশি। প্র্য়াক্টিস ম্যাচে তাঁদের বোলিং দেখে কবে তাঁরা মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার: দুই ব্যাটারই নেটে ব্যাটিং শুরু করেছেন। বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আপাতত দুজনের স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে। তাঁদের উন্নতি দেখে সন্তোষজনক মনে হয়েছে বিশেষজ্ঞদের। এবার তাঁদের প্রস্তুতি র সূচি আরও কঠোর করা হবে। দ্রুত পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন দুই ব্যাটার।
Medical Update: Team India (Senior Men)
— BCCI (@BCCI) July 21, 2023
For details click 👇👇https://t.co/fcjgc9OvTH #TeamIndia pic.twitter.com/cxmuylxWxN
ঋষভ পন্থ: বোর্ড থেকে জানানো হয়েছে, দ্রুত উন্নতি করছেন ঋষভ পন্থ। নেটে ব্যাটিং ও কিপিং - দুইই শুরু করেছেন। তাঁর জন্য বিশেষ ফিটনেস সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ড্রিল ও দৌড়। সেই সূচি মেনেই চলছে পন্থের মাঠে ফেরার লড়াই।
আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















