Wimbledon 2023: শেষ চারে স্বপ্নভঙ্গ! স্ট্রেট সেটে হেরে উইম্বলডন থেকে বিদায় বোপান্না-এবডেনের
Rohan Bopanna: উইম্বলডনের পুরুষ ডাবলসের সেমিফাইনালে বোপান্না ও সঙ্গী ম্যাথু এবডেন হেরে গেলেন। খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের।
লন্ডন: আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না ভারতের রোহন বোপান্না (Rohan Bopanna)। উইম্বলডনের (Wimbledon) পুরুষ ডাবলসের সেমিফাইনালে তিনি ও সঙ্গী ম্যাথু এবডেন হেরে গেলেন। খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁদের।
বোপান্না ও তাঁর সঙ্গী স্ট্রেট সেটে হেরে গেলেন শীর্ষবাছাই ডাচ-ব্রিটিশ জুটি ওয়েসলি কুলহফ ও নিল স্পুপস্কির কাছে। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ম্যাচের ফল বোপান্নাদের বিরুদ্ধে ৭-৫, ৬-৪। পুরুষ ডাবলসে ষষ্ঠ বাছাই ছিলেন বোপান্না ও এবডেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় স্কোর ছিল ৩-৩। সেখান থেকে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।
দ্বিতীয় সেটেও অবশ্য লড়াই ছাড়েননি বোপান্না-এবডেন। শুরুতে ২-১ এগিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পাল্টা লড়াই করে ৫-৪ এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি।
উইম্বলডনে (Wimbledon 2023) তরতরিয়ে ছুটছিল রোহন বোপান্না-ম্যাথু এবডেনের (Rohan Bopanna and Matthew Ebden) জয়রথ। পুরুষ ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তবে শেষ চারের ম্যাচে স্বপ্নভঙ্গ হল বোপান্নাদের।
এদিকে উইম্বলডনে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে দাবি ভিক্টোরিয়া আজারেঙ্কার। যিনি বেলারুশের তারকা। সেই বেলারুশ, যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য় করেছে বলে খবর। কোর্টে খেলার সময় বার বার গ্যালারির বিদ্রুপের শিকার হতে হচ্ছে সে দেশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে (Victoria Azarenka)। যা নিয়ে হতাশা ব্যক্ত করলেন তিনি। প্রশ্ন তুললেন, তিনি যুদ্ধ না করেও বক্রোক্তির শিকার হচ্ছেন কেন?
A view from above 📸 #Wimbledon pic.twitter.com/tiz6EkcQ9x
— Wimbledon (@Wimbledon) July 13, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial