এক্সপ্লোর
Advertisement
সোমবার ইডেনে লড়াই কোহলিদের ব্যাটিং বনাম কলকাতার বোলিংয়ের
কলকাতা: সোমবার ফের ইডেনে ক্রিকেটযুদ্ধ৷ ধোনির দলকে হারিয়ে এবার গম্ভীরের নাইটবাহিনীর প্রতিপক্ষ বিরাটের বেঙ্গালুরু৷ বেঙ্গালুরুতে কোহলি-ডেভিলিয়ার্সের শনিবাসরীয় ব্যাটিংতাণ্ডবের পর সোমবার নাইটদের চিন্তায় এই জুটি৷ এই জুটি ভেভে আরসিবির বড় রান আটকাতে মরিয়া নাইটব্রিগেড৷
বাগিচা শহরে ব্যাটিং তাণ্ডবের শেষে এবার এবি-ভিকে জুটির ডেস্টিনেশন কলকাতা৷ দুপুরে যখন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতায় পৌঁছলো তখন কেকেআর অধিনায়ক সহ পাঁচজন ক্রিকেটার ব্যস্ত টিম হোটেলের পাশেই একটি অনুষ্ঠানে৷
দিল্লিওয়ালে ভাই বিরাট কোহলির দলকে আটকানোর জন্য গম্ভীরের নীল নকশা তৈরির কাজ তখনও শুরু হয়নি৷ তবে কেকেআর সূত্রের খবর, শনিবাসরীয় কোহলি-ডেভিলিয়ার্স তাণ্ডব দেখা হয়ে গিয়েছে টিম ম্যানেজমেন্টের৷ সেই তাণ্ডব সামাল দিতেই রবিবাসরীয় সন্ধেয় কেকেআরের টিম মিটিং৷
কোহলি-এবি জুটির ঝড় তো রয়েইছে৷ এখনও পর্যন্ত রান না পাওয়া ক্রিস গেইলকেও স্ট্র্যাটেজির পারমুটেশন কম্বিনেশনের বাইরে রাখতে পারছেনা নাইট ম্যানেজমেন্ট৷ কারন, ইডেনে গেইলের পারফরম্যান্স মন্দ নয়৷
তবে নাইটশিবিরকে স্বস্তিতে রেখেছে কোহলির দলের দুর্বল বোলিং৷ এখনও পর্যন্ত আরসিবি প্রতিপক্ষকে ১ বারই অলআউট করেছে৷ বেঙ্গালুরুতে বিরাটদের হারানোর পর এবার ঘরের মাঠে রিপিট টেলিকাস্ট চায় বেগুনি-জার্সিধারীরা৷
চলতি আইপিএলে প্রথম লেগে ৫ উইকেটে বেঙ্গালুরুকে হারিয়েছিল কেকেআর৷ গেইল, ডেভিলিয়ার্সরা ব্যর্থ হলেও ৫২ রান করেছিলেন কোহলি৷ অন্যদিকে ২৯ বলে ৬০ রান করে কেকেআরের জয় নিশ্চিত করেন ইউসুফ পাঠান৷
কাকতালীয়ভাবে সোমবারের ম্যাচের আগে পাঠান ও কোহলি দুজনেই ফের ছন্দে৷ তবে কি সপ্তাহের শুরুর দিনই ইডেন মাতবে ব্যাটিং ঝড়ে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement