IPL 2023: ''এমন একটা ইনিংস খেলা স্বপ্ন থাকে'', রিঙ্কুর ইনিংসে মজে স্মিথও
IPL 2023: সেই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথও। অ্যাশেজের প্রস্তুতির জন্য এবারের আইপিএলে খেলছেন না স্মিথ। তবে চোখ রেখেছেন প্রতিটি ম্যাচেই।
সিডনি: গুজরাত টাইটান্সের (KKR vs Gujrat Titans) বিরুদ্ধে ২১ বলে অপরাজিত ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ইনিংসের শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতেয়েছেন একার হাতেই। শেষ ৭ বলে ৪০ রান করেছেন উত্তরপ্রদেশের তরুণ ডানহাতি ব্যাটার রিঙ্কু সিংহ (Rinku Singh)। গোটা বিশ্ব রিঙ্কুর ইনিংসের প্রশংসা করেছে। সেই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথও। অ্যাশেজের প্রস্তুতির জন্য এবারের আইপিএলে খেলছেন না স্মিথ। তবে চোখ রেখেছেন প্রতিটি ম্যাচেই।
কী বলছেন স্মিথ?
অজি তারকা ব্যাটা বলছেন, ''অসাধারণ বললেও কম বলা হবে। ম্যাচের যে কোনও মুহূর্তে পাঁচটি ছক্কা অবশ্যই স্পেশাল। কিন্তু শেষ ওভারে শেষ পাঁচ বলে ৫ ছক্কা। এর কোনও বিকল্প হয় না। এরকম ম্যাচ খেলার স্বপ্ন তৈরি হয়। এরকম ইনিংস খেলা যে কারও কাছে স্বপ্ন হয়ে থাকে।'' উল্লেখ্য, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০৫ রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে যায় কেকেআর। তার অন্যতম কারিগর ছিলেন রিঙ্কু সিংহ।
শেষ ওভারে প্রয়োজন ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গল নেন উমেশ যাদব। ৪ বলে বাকি ২৮। সকলে ধরেই নিয়েছিলেন যে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু অন্যরকম ভেবেছিলেন রিঙ্কু। পরপর ৫ বলে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে দেন উত্তরপ্রদেশের তারকা।
যে তাণ্ডব দেখে সচিন ট্যুইট করেছেন, 'সরু সুতোয় ঝুলছিল ম্যাচের ভাগ্য। রং পাল্টে গেল শেষ মুহূর্তে। সকলে মনে করেছিলেন রশিদ খানের হ্যাটট্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে যাবে। কিন্তু রিঙ্কুর পাওয়ার হিটিং স্পেশ্যাল। শেষ কয়েক মুহূর্ত উপভোগ করেছি। এই অসাধারণ খেলা আমাদের দেখিয়ে দিয়ে গেল যে, শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছুই শেষ নয়।'
রিঙ্কুর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বীরেন্দ্র সহবাগও। বীরু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'লর্ড রিঙ্কু দীর্ঘজীবী হও। রান তাড়া করতে নেমে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা। রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বকালের অন্যতম সেরা শট খেলতে দেখলাম'।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খানিকটা একইরকম ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। ইংল্যান্ডের বেন স্টোকসের বলে পরপর ৪টি ছক্কা মেরেছিলেন। সেই ইনিংসের সঙ্গে তুলনা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ট্যুইট করেছে, 'রিুঙ্কু সিংহ, কার্লোস ব্র্যাথওয়েট। নামগুলো মনে রাখবেন'।