এক্সপ্লোর
Advertisement
কোহলি থাকলেও মাঠে কীভাবে নেতা হয়ে ওঠেন ধোনি, জানালেন চাহল
নয়াদিল্লি: অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, কিন্তু অধিনায়ক স্বত্তা নয়। ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন বিরাট কোহলির হাতে দিয়েছেন মাহি। কিন্তু ম্যাচ চলাকালে মাঠে নেতার ভূমিকাতেই প্রায়শই দেখা যায়। মাঠে কোহলি থাকলেও ধোনি কীভাবে দলের তরুণ খেলোয়াড়দের পরিচালনা করেন, পরামর্শ দেন, তার একটা চিত্র তুলে ধরলেন যজুবেন্দ্র চাহল।
ভারতীয় দলের এই স্পিন সেনসেশন একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘ধোনি ভাই এখনও আমাদের অধিনায়ক। চাহল বলেছেন, যখন কোহলি ভাই মিড-অন বা লং অনে ফিল্ডিং করেন, তখন আমাদের এমন একজনে প্রয়োজন হয়, যিনি আমাদের পরামর্শ দেবেন। কোহলির পক্ষে এসে আমাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় না। সেই সময় দায়িত্বটা ধোনিই নেন’।
চাহল জানিয়েছেন, কীভাবে ধোনি কোহলিকে তাঁর জায়গাতেই থাকতে বলেন। ফিল্ডিংয়ের সময় স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে ধোনি কোহলিকে বলেন, (তু ওয়হি রহে,ম্যায় সম্ভাল লুঙ্গা) তুই ওখানেই থাক, আমি দেখে নিচ্ছি’।
২৭ বছরের স্পিনার বলেছেন, আসলে এতে সময় বাঁচে। ধোনির প্রচুর অভিজ্ঞতা। ওর সঙ্গে মাঠে থাকতে পেরে আমরা সবাই খুবই সৌভাগ্যবান।
চাহল জানিয়েছেন, তাঁর মতো জুনিয়রদের ধোনি ‘ছোটে’ বলে ডাকেন। তাঁর কথায়, ধোনি ভাইয়ের কাছে সবসময়ই পরামর্শ নেওয়া যায়। আমি জানি, তিনি অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু আমরা সবাই জানি তিনি দলের নেতা ভূমিকাতেই রয়েছেন।
মাঠের কয়েকট ঘটনার উল্লেখ করে চাহল বলেছেন, ‘ব্যাটসম্যানদের মনোভাব বুঝতে পারেন ধোনি। কীভাবে তিনি এটা করতে পারেন, জানি না। কিন্তু এটা দারুনভাবে করেন। তিনি আমাকে বলেন, ছোটে ইসকো বাহার ডাল ইয়া স্ট্রেট ডাল। ওর পরামর্শ মতো বল করে সফল হয়েছে। ধোনিভাই একজন দারুন মানুষ’।
শুধুমাত্র দলের তরুণ খেলোয়াড়রাই নন, কোহলিও ডিআএস নেওয়ার সময় ধোনির পরামর্শের ওপর ভরসা করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement