Ranji Trophy 2022: ''ঐতিহাসিক দিন মধ্যপ্রদেশের'', নতুন রঞ্জি চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছাবার্তা হেভিওয়েটদের
Ranji Trophy Champion: পৃথ্বী শ-র মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ। দলের হয়ে সেরা পারফর্ম করেন রজত পাতিদার ও কুমার কার্তিকেয়।
বেঙ্গালুরু: ২৩ বছর আগে একটা স্বপ্নভঙ্গ হয়েছিল। আরও একবার সেই হতাশা সঙ্গী হোক এমনটা চাননি কেউই। শেষ পর্যন্ত স্বপ্নপূরণ। ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে রঞ্জি ট্রফিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। খেতাব জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ভেসে এল শুভেচ্ছা বন্যা। রজত পাতিদার, কুমার কার্তিকেয়রা যখন খেতাব জিতেছেন, সেই মুহূর্তে হেলিকপ্টারে ছিলেন মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিংহ চৌহান। হাসি মুখে দু'হাত তুলে বলেন "মধ্যপ্রদেশ জিতে গিয়েছে।" ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
View this post on Instagram
এছাড়াও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ''রঞ্জি ট্রফি জয়ের জন্য মধ্যপ্রদেশ দলকে অনেক অনেক শুভেচ্ছা। অসাধারণ একটা মুহূর্ত ওঁদের জন্য। ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই দলকে হারানোর জন্য সব কৃতিত্ব ওঁদের প্রাপ্য। কিছু দুর্দান্ত প্রতিভা রয়েছে দলটায়। ঐতিহাসিক দিন মধ্যপ্রদেশের জন্য।''
Many congratulations to Madhya Pradesh on winning the Ranji Trophy.
— Virender Sehwag (@virendersehwag) June 26, 2022
Great focus and dertermination to beat 41-time champion Mumbai.
MP deserves all the laurels and glory, have some bright talent and this is truly a historic day for them. #RanjiTrophyFinal pic.twitter.com/4YtGEqbOlP
অন্যদিকে বিসিসিআই সচিব জয় শাহ নিজের ট্যুইটারে মধ্যপ্রদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''রঞ্জি জয়ের জন্য মধ্যপ্রদেশ দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা গোটা মরসুম জুড়ে কিছু দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী থেকেছি। বিসিসআই ও অন্যান্য সব কর্মকর্তাদের ধন্যবাদ। করোনার পরিস্থিতির সামাল দিয়ে রঞ্জির একটা পূর্ণ মরসুম সফলভাবে শেষ করার জন্য।''