India Medal Tally, Paralympic 2020: শীর্ষে চিন, একদিনে ৩ পদক জিতে ৪৫ নম্বরে উঠে এল ভারত
India Medal Tally Standings, Tokyo Paralympic 2020: প্যারালিম্পিক্সে ভারতের রঙিন রবিবার। ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের হাত ধরে।
টোকিও: প্যারালিম্পিক্সে রবিবার ভারতের দিনটা স্মরণীয় হয়ে রইল। একদিনে তিন পদক জিতেছে ভারত। দুটি রুপো ও একটি ব্রোঞ্জ। পদক তালিকায় এক লাফে ৪৫ নম্বরে উঠে এল ভারত।
৪৬টি সোনা, ২৯টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ-সহ মোট ১০৪টি পদক জিতে কার্যত সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে চিন। তাদের থেকে অনেক পিছনে দুই নম্বরে গ্রেট ব্রিটেন। ২৩টি সোনা, ১৯টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ-সহ মোট ৬০টি পদক জিতেছে তারা। তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫টি সোনা, ১৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ মোট ৪০টি পদক জিতেছে তারা।
প্যারালিম্পিক্সে ভারতের রঙিন রবিবার। ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের হাত ধরে।
পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ।
রবিবার এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।
বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, 'ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।' দীপা মালিকের ট্যুইট, 'দিনটা খুব স্পেশ্যাল। ৩০ বছর বয়সে খেলা শুরু করে ৪২ বছর বয়সে প্যারালিম্পিক্সে পদক জিতলেন বিনোদ কুমার।' ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
রবিবার টোকিও প্যারালিম্পিক্সে স্মরণীয় দিন ভারতের। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেলের পর এবার হাইজাম্পে পদকল জিতলেন নিশাদ কুমার।
পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। ১.৯৪ মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা ফল করলেও ভারতের আর এক অ্যাথলিট রাম পাল হাইজাম্পে শেষ করলেন পঞ্চম স্থানে।