Trent Boult: নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি নাকচ করে দিলেন তারকা বোলার ট্রেন্ট বোল্ট
Trent Boult Contract Release: ৩৩ বছর বয়সি ট্রেন্ট বোল্ট নিউজিল্য়ান্ড দলের হয়ে ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ান ডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
ক্রাইস্টচার্চ: বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। তিন ফর্ম্যাটেই নিউজিল্যান্ড দলের (New Zealand Cricket Team) নিয়মিত সদস্য তিনি। তবে সবাইকে চমকে দিয়ে বোর্ডের চুক্তি থেকে অব্য়াহতি চেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ড বোর্ডের তরফে সেই আর্জি মেনেও নেওয়া হয়েছে।
পরিবারকে প্রাধান্য
বোল্ট নিজের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে বোল্ট নিজে জানিয়েছেন, 'এইটা আমার জন্য একটা ভীষণ কঠিন সিদ্ধান্ত ছিল। আমি নিউজিল্যান্ড ক্রিকেটকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। নিজের দেশের হয়ে ক্রিকেট খেলাটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল এবং দেশের জার্সিতে বিগত ১২ বছর ধরে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্ব বোধ করি।'
আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলার স্পষ্ট করে দিয়েছেন তিনি পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 'এই সিদ্ধান্তটা আমার স্ত্রী গ্রান্ট এবং আমাদের তিন অল্প বয়সি ছেলেদের কথা ভেবেই নেওয়া। পরিবার বরাবরই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার আগে আমি আমার পরিবারকেই রাখতে চাই, যাতে ধীরে ধীরে আমরা আমার ক্রিকেটের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি।' জানান বোল্ট
আন্তর্জাতিক কেরিয়ার শেষ?
৩৩ বছর বয়সি বোল্ট কিউয়ি দলের হয়ে ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ান ডে এবং ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বোল্ট বার্ষিক চুক্তিতে না থাকলেও তাঁর আন্তর্জাতিক কেরিয়ার কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই বেশি প্রাধান্য দেবে। বোল্ট এই সিদ্ধান্ত মেনেও নিচ্ছেন। 'আমার দেশের জার্সিতে খেলার ইচ্ছা এখনও ফুরিয়ে যায়নি এবং আমি জানি আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার মতো দক্ষতা এখনও আমার মধ্যে রয়েছে। তবে চুক্তি না থাকায়, তা যে আমার দলে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে সেটাও আমি মেনে নিচ্ছি। তবে ফাস্ট বোলার হিসাবে আমার কেরিয়ারের সময়কাল যে সীমাবদ্ধ সেটা আমি জানি এবং আমার মতে পরবর্তী অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।' বলেন কিউয়ি তারকা।
আরও পড়ুন: ভাইঝির বিয়ে, পাগড়ি পরে চমকে দিলেন কাকা সচিন! কী বললেন যুবরাজ?