UEFA Champions League: হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন লেওয়ানডস্কি, লিভারপুলকে ৪-১ মাত দিল নাপোলি
UCL: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ ডের দ্বিতীয় দিনে একদিকে যেমন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখরা জয় পেল, তেমনই অপরদিকে লিভারপুলকে পর্যদুস্ত করল নাপোলি।
নয়াদিল্লি: বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে(UEFA Champions League) প্রথম ম্যাচ ডের দ্বিতীয় দিনে মাঠে নেমেছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলানের মতো একাধিক বড় বড় দল। একদিকে যেমন বার্সেলোনা, বায়ার্নরা জয় পেল, অপরদিকে, তেমনই লিভারপুলকে পর্যদুস্ত করল নাপোলি।
লেওয়ানডস্কির ইতিহাস
গোলস্কোরার হিসাবে রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) জুড়ি মেলা ভার। নতুন মরসুম, নতুন দল হলেও, পোল্যান্ডের তারকা স্ট্রাইকারের কিন্তু গোল করার খিদেয় এতটুকু খামতি ধরা পড়েনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেললেন লেওয়ানডস্কি। এদিন ভিক্টোরিয়া প্লেজেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন লেওয়ানডস্কি, ৫-১ গোলে ম্যাচ জিতল বার্সা। কাতালুনিয়ার ক্লাবের হয়ে ফ্রাঙ্ক কেসি প্রথম গোলটি করেন ১৩ মিনিটে। ৩৪ মিনিটে বার্সার লিড দ্বিগুণ করেন লেওয়ানডস্কি। চেক দলের হয়ে জান সাইকোরা ব্যবধান কমান বটে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লেওয়ানডস্কির দ্বিতীয় গোলে বার্সা ৩-১ এগিয়ে যায়।
৬৭ মিনিটে লেওয়ানডস্কি নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। প্রথম খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ভিন্ন দলের হয়ে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন লেওয়ানডস্কি। পাশাপাশি করিম বেঞ্জেমাকে টপকে হয়ে গেলেন টুর্নামেন্টের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ (৮৯ গোল) গোলদাতা। এই গ্রুপেরই আরেক ম্যাচে ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে ২-০ পরাজিত করল লেওয়ানডস্কির প্রাক্তন দল বায়ার্ন মিউনিখ। বাভেরিয়ার দলের হয়ে লিরয় সানে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ইন্টারের দানিলো ডিআম্ব্রোসিও আত্মঘাতী গোল করে বসেন। ইতালিরই আরেক মাঠে এদিন পর্যুদস্ত হল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট লিভারপুল।
পর্যুদস্ত লিভারপুল
নাপোলির আক্রমণে ৪-১ উড়ে গেল ক্লপের দল। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে জেমস মিলনারের হ্যান্ডবলের দরুণ পেনাল্টি পায় নাপোলি। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি জিলিনস্কি। কিছুক্ষণ বাদেই ভিক্টর ওসিমেনকে ফাউল করায় দ্বিতীয় পেনাল্টিও পায় ইতালির ক্লাবটি। তবে লিভারপুল গোলকিপার অ্যালিসন এ যাত্রায় তা সেভ করে দেন। নাপোলির পরপর আক্রমণে এদিন লিভারপুল রক্ষণকে বেশ নড়বড়েই দেখাচ্ছিল। ৩১ মিনিটে নাপোলির লিড দ্বিগুণ করেন আঙ্গুইজা। লিভারপুল রক্ষণে জো গোমেজের এক বড় ভুল করে কিছুক্ষণ আগেই রেহাই পেলেও, ফের মুহূর্তের মধ্যেই আবারও ভুল করে বসেন।
সেই ভুলের সুযোগ নিয়েই দিয়েগো সিমিওনে ৪৪ মিনিটে নাপোলিকে ৩-০ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোমেজকে তুলে নিলেও প্রায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ৪৬ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় লিভারপুলকে। জিলিনস্কি ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৪-০ পিছিয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই লুইস ডিয়াজ লিভারপুলের হয়ে একটি গোল শোধ করে দলকে ম্য়াচে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষমেশ ৪-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। গ্রুপের আরেক ম্য়াচে রেঞ্জার্সকে ৪-০ গোলে পরাস্ত করে আয়াখ্স। এদিন বাকি ম্যাচগুলিতে আইনথ্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ হারায় স্পোর্টিং লিসবন। টটেনহ্যাম হটস্পার মার্সের বিরুদ্ধে ২-০ গোলে জেতে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ জেতে পোর্তোর বিরুদ্ধে বায়ার লেভারকুসেনকে ১-০ মাত দেয় ক্লাব ব্রুজ।
আরও পড়ুন: ডুরান্ডের পর এএফসি কাপেও স্বপ্নভঙ্গ, ২ মিনিটে জোড়া গোল খেয়ে বিদায় মোহনবাগানের