এক্সপ্লোর
Advertisement
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি ভারত
ক্রাইস্টচার্চ: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় দল ভারত। ভারতের অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ দলের ক্রিকেটারদের আইপিএলের নিলামে বেশ আকর্ষণীয় দর উঠেছে। এবার অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াই তাঁদের। কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের মনে করিয়ে দিয়েছেন, আইপিএলের নিলাম প্রতি বছরই হয়। কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ সব সময় আসে না।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত মসৃণ গতিতে এগিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ভারত। একেবারে পেশাদার দলের মতো প্রতিপক্ষদের গুঁড়িয়ে দেওয়াটা রপ্ত করেছে ছোটদের এই দল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে পর্যুদস্ত করে সেমিফাইনালে উঠেছে পৃথ্বী শ-র দল। এর আগে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচেও বড়সড় জয় পেয়েছে তারা।
অন্যদিকে, দুবারের চ্যাম্পিয়ন এবার টুর্নামেন্টে অভিযানের শুরুতেই আফগানিস্তানের কাছে হেরে হোঁচট খেয়েছে। এর পরের তিনটি ম্যাচ অবশ্য তারা জিতেছে। কিন্তু তার মধ্যে শেষ দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনওক্রমে তিন উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।
বাঁ হাতি পেস সেনসেশন শাহিন আফ্রিদির নেতৃত্বে পাক বোলিং বিভাগ তাদের কাজটা ঠিকমতো করে দিচ্ছে। কিন্তু তাদের ব্যাটিং এখনও সেভাবে চোখে পড়ার মতো হয়নি। মিডল অর্ডারে আলি জারয়াব আসিব কঠিন পরিস্থিতিতে দু-দুবার দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ এবং কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৪ রান করেছিলেন তিনি।
পাক ব্যাটিংয়ে উন্নতি না হলে সেমিফাইনালে ভারতের পেসার কমলেশ নাগারকোটি ও শিবম মাভি তাদের দুর্বলতার সুযোগ নেবেন, এ কথা বলাই বাহুল্য। টুর্নামেন্টে ইতিমধ্যেই গতির মাধ্যমে নজর কেড়েছেন ভারতীয় তরুণ পেসাররা।
আইপিএলের নিলামে আকর্ষণীয় দর পেয়েছেন দলের ক্রিকেটাররা। তাঁদের আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে।
বাঁহাতি পেসার নাগারকোটি ও মাভিকে যথাক্রমে ৩.২ কোটি এবং ৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাঁহাতি দুই স্পিনার অনুকূল রয় ও অভিষেক শর্মাকে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকা এবং দিল্লি ডেয়ার ডেভিলস ৫৫ লক্ষ টাকায় দলে নিয়েছে।
ব্যাটসম্যান পৃথ্বী শ এবং শুভমান গিলরাও নিউজিল্যান্ডে তাঁদের পারফরম্যান্সে আইপিএলের দলগুলিকে প্রভাবিত করতে পেরেছেন।
গিল কোয়ার্টার ফাইনালে ৮৬ রান করেন এবং এখনও পর্যন্ত দলের সর্বাধিক রান সংগ্রহকারী। টুর্নামেন্টে তাঁর রান ২৩৯। ১.৮ কোটি টাকায় তাঁকে কিনেছে কেকেআর। পৃথ্বীকে ১.২ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পৃথ্বীর ওপেনিং পার্টনার মনজোত কারলাকে দিল্লি নিয়েছে ২০ লক্ষ টাকায়।
আইপিএল নিলামের পর্ব পেরিয়ে এবার আগামীকালের সেমিফাইনাল ম্যাচের মনোযোগ দিতে হবে তাঁদের। কোচ দ্রাবিড়ও সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।
ভারতীয় ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে শাহিন আফ্রিদি সম্পর্কে। তিনি এখনও পর্যন্ত ১০.২১ গড়ে ১১ উইকেট নিয়েছেন। এরমধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ছয় উইকেট।
হেগলি ওভালেই কোয়ার্টার ফাইনাল খেলেছে পাকিস্তান। তাই এখানকার পরিবেশের সঙ্গে তারা আরও মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, ভারত তাদের শেষম্যাচ খেলেছে কুইন্সটাউনে।
কোয়ার্টারে জেতার পর গিল বলেছিলেন, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement