এক্সপ্লোর
বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না যুবরাজ

কলকাতা: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও, এখনও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ সিংহ। পঞ্জাবের হয়ে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে কলকাতায় এসে ২০১১ বিশ্বকাপের নায়ক বলেছেন, ‘ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। আমি যখন খেলা ছাড়ব, নিজের সেরা অবস্থায় থাকতে চাই। কোনও আফশোস নিয়ে খেলা ছাড়তে চাই না। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই রঞ্জি ট্রফিতে আমাদের লিগের শেষ ম্যাচ। পরবর্তী পর্যায়ের যোগ্যতা অর্জন করতে পারি কি না দেখি। এরপর জাতীয় টি-২০ প্রতিযোগিতা ও আইপিএল আছে। আমি নিজের সেরাটা দেব। তারপর ভাল কিছুর আশায় থাকব।’ ৩৭ বছরের যুবরাজকে আইপিএল-এর নিলামে এক কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই টি-২০ প্রতিযোগিতাতেই ভাল পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















