এক্সপ্লোর
দেখুন : যখন ব্যাটিং কোচ বাঙ্গারকে বললেন ধোনি, ‘বলটা নাও, নাহলে বলবে যে রিটায়ার হয়ে যাব’

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সিরিজের তিনটি ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। দুটি ম্যাচে থাকলেন অপরাজিত। শেষ দুটি ম্যাচ অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। ওই দুটি ম্যাচেই ফের ফিনিশারের চেনা ভূমিকায় দেখা গেল মাহিকে। গতকাল শুক্রবার মেলবোর্নে সিরিজের তৃতীয় ম্যাচে সাত উইকেটে জিতল ভারত। ধোনি ৮৭ রানে অপরাজিত থাকলেন। ভারত সিরিজ জিতল ২-১। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পর ৩৭ বছরের ধোনির সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের জল্পনা তৈরি হয়েছিল। ম্যাচ বল ধোনির ড্রেসিংরুমে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওই গুজব তৈরি হয়েছিল। এবার এ ধরনের গুজব যাতে না ছড়ায় না নিশ্চিত করার চেষ্টা করলেন ধোনি। ম্যাচ বল ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের হাতে তুলে দিতে দিতে মজার ছলে তিনি বললেন, ‘বলটা নাও, নাহলে বলবে যে রিটায়ার হয়ে যাবে’।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৩৪ রানে হেরে গিয়েছিল। এই ম্যাচে ধোনির মন্থর ব্যাটিংয়ের সমালোচনা হয়েছিল। কিন্তু পরের দুটি ম্যাচে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছে ধোনির ব্যাট।Another chance for Team India to celebrate on their Aussie tour! #AUSvIND pic.twitter.com/7D53QNX6hs
— cricket.com.au (@cricketcomau) January 18, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















