এক্সপ্লোর
Advertisement
অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট মেঘালয়ের অফস্পিনার নির্দেশ বৈসোয়ার
উত্তরপ্রদেশের মেরঠের ছেলে নির্দেশ। তিনি অতিথি খেলোয়াড় হিসেবে মেঘালয়ের হয়ে খেলছেন।
তেজপুর: অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে বিরল নজির গড়লেন মেঘালয়ের অফস্পিনার নির্দেশ বৈসোয়া। আজ নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে তিনি একাই নিলেন ১০ উইকেট। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে একই সারিতে বসে পড়লেন ১৫ বছরের এই কিশোর। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন কুম্বলে। এবার নির্দেশও একই নজির গড়লেন। তিনি ২১ ওভার বল করে ৫১ রান দিয়ে ১০ উইকেট নেন। তাঁর দাপটে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় নাগাল্যান্ডের প্রথম ইনিংস।
এদিনের খেলা শেষ হওয়ার পর নির্দেশ বলেছেন, ‘অনিল কুম্বলে যখন ১০ উইকেট নিয়েছিলেন, তখন আমার জন্ম হয়নি। তবে আমি সে কথা অনেক শুনেছি। ১০ উইকেট নেওয়া আমার স্বপ্ন ছিল। কিন্তু সেটা এত তাড়াতাড়ি করতে পারব ভাবিনি। আমি বাবা-মার সঙ্গে কথা বলেছি। তাঁরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমি আজ প্রথম সেশনেই ৬ উইকেট নিই। তখন থেকেই ১০ উইকেট নেওয়ার কথা ভাবতে শুরু করি। সতীর্থরা আমাকে সাহায্য করেছে।’
উত্তরপ্রদেশের মেরঠের ছেলে নির্দেশ। তিনি অতিথি খেলোয়াড় হিসেবে মেঘালয়ের হয়ে খেলছেন। এভাবে খেলতে নেমেই তিনি ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন। রবিচন্দ্রন অশ্বিন ও নাথান লিয়নকে আদর্শ করে বেড়ে ওঠা এই কিশোর ভবিষ্যতে আরও অনেক সাফল্য পেতে চান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement