এক্সপ্লোর
কুস্তির কোয়ার্টার ফাইনালে হার সাক্ষীর, চোট পেয়ে বিদায় ভিনেশের

রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ ফোগাত। ৫৮ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন সাক্ষী মালিক। তবে লড়াই করেও ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন কিদম্বী শ্রীকান্ত। এদিন কুস্তির লড়াইয়ে শুরু থেকেই রোমানিয়ার এমিলিয়া অ্যালিনাকে চাপে ফেলে দেন ভিনেশ। প্রথম রাউন্ডের শেষে তিনি ৬-০ এগিয়েছিলেন। শেষপর্যন্ত তিনি ১১-০ ফলে জয় পেলেন। সাক্ষীর প্রতিপক্ষ ছিলেন সুইডেনের মালিন জোহানা ম্যাটসন। তাঁর বিরুদ্ধে লড়াই করে জয় পেতে হয় সাক্ষীকে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৫-৪। দু বারের অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের লিন ড্যানের বিরুদ্ধে প্রথম গেম হারলেও, পরের গেম জিতে ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। কিন্তু তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যান এই ভারতীয় শাটলার। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৬-২১, ২১-১১, ১৮-২১। তবে হেরে গেলেও শ্রীকান্তের এই লড়াই স্মরণীয় হয়ে থাকবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















