![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ICC 2023: পয়া মাঠ ২ জনেরই, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়ার হাতছানি রোহিত, বিরাটের
IND vs BAN: অন্যদিকে, বিরাট মোট ১১ ইনিংস খেলে মোট ৪ বার আউট হয়েছেন। স্পিনারদের বিরুদ্ধে মোট ৩৭৩ রান করেছেন বিরাট কোহলি।
![ICC 2023: পয়া মাঠ ২ জনেরই, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়ার হাতছানি রোহিত, বিরাটের Virat And Rohit eye big Records Against Bangladesh In ICC Cricket World Cup 2023 get to know ICC 2023: পয়া মাঠ ২ জনেরই, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়ার হাতছানি রোহিত, বিরাটের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/17/7411cbec5d6e1fd30d2f896bd17636871697527660512206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুণে: বিশ্বকাপে (World Cup 2023) নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলতে নামছে ভারত (Indian Cricket Team)। লখনউয়ে আগামী ১৯ অক্টোবর ২ দল মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে মাঠে খেলা হবে, সেই মাঠে বিরাটের ৭টি ওয়ান ডে ম্যাচে ঝুলিতে রয়েছে মোট ৪৪৮ রান। ২টো শতরান হাঁকিয়েছেন ও ৬৪ গড়ে ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিরুদ্ধেও এই মাঠে জ্বলে উঠতে চাইবেন কিং কোহলি।
অন্যদিকে, বিরাট মোট ১১ ইনিংস খেলে মোট ৪ বার আউট হয়েছেন। স্পিনারদের বিরুদ্ধে মোট ৩৭৩ রান করেছেন তিনি। এই মাঠে ১২ ইনিংস খেলেছেন বিরাট। মোট ৬৭২ রান করেছেন তিনি। এছাড়া সব ফর্ম্যাট মিলিয়ে বিরাটের গড় এই মাঠে ৬৯.২৭। বিশ্বের যে কোনও ব্য়াটার যে এই মাঠে কমপক্ষে পাঁচটি ইনিংস খেলে সর্বাধিক গড়ের মালিক কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে মোট ১৫টি ওয়ান ডে ম্যাচে মোট ৮০৭ রান করেছেন। মোট ৬৭.২৫ গড়ে ব্যাটিং গড়েছেন।
এদিকে রােহিতও চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত ১৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ৭৬৮ রান করেছেন হিটম্যান। ৫৬.৭৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের তিনটি সেঞ্চুরির ২টো এসেছে একটি ২০১৫ বিশ্বকাপ ও একটি ২০১৯ বিশ্বকাপে।
এদিকে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে দলের কিংবদন্তি অলরাউন্ডার তথা অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছিলেন শাকিব। তাই ভারতের বিরুদ্ধে তিনি আদৌ খেলতে নামবেন কি না, সেই নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ দলের অনুরাগীদের আশ্বস্ত করলেন। তিনি জানান শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন।
খালেদ মামুদ বলেন, 'শাকিব আগের থেকে অনেক সুস্থ বোধ করছে। ওর ব্যথাটাও কমেছে। তবে অনুশীলনে না নামলে তো পুরো বিষয়টা বুঝতে পারব না। আমরা আশাবাদী যে ও ভারতের বিরুদ্ধে খেলতে পারবে। সম্প্রতি সাঁতার কাটার পাশাপাশি জিমে কসরতও করেছে ও। মঙ্গলবার একটি স্ক্যান করা হবে, তারপরেই এই বিষয়ে ছবিটা আরও স্পষ্ট হবে।' অবশ্য দলের তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হবে না, মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই শাকিব খেলতে পারবেন বলে জানান মামুদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)