এক্সপ্লোর
Advertisement
বিরাটের ৪৯, ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারতীয় দল। এদিন ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায়। এরপর দিনের শেষে ভারতীয় দলের রান ৬ উইকেটে ১৭৪। ক্রিজে হনুমা বিহারী (২৫) ও রবীন্দ্র জাডেজা (৮)। ভারতীয় দল এখনও ১৫৮ রানে পিছিয়ে।
এই ম্যাচের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ১৯৮। দ্বিতীয় দিনের শুরুতেই অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। আদিল রশিদকে আউট করে দেন জসপ্রীত বুমরাহ। তবে জোস বাটলার (৮৯) ও স্টুয়ার্ট ব্রড (৩৮) লড়াই চালান। দীর্ঘদিন পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই চার উইকেট নেন জাডেজা। বুমরাহ ও ইশান্ত শর্মা তিনটি করে উইকেট নেন।
ভারতের ইনিংসের শুরুতেই ফিরে যান শিখর ধবন (৩)। এরপর লোকেশ রাহুল (৩৭) ও চেতেশ্বর পূজারা (৩৭) লড়াই করেন। অধিনায়ক বিরাট কোহলি ৪৯ রান করে বেন স্টোকসের শিকার হন। তবে অজিঙ্কা রাহানে (০) রান পাননি। ঋষভ পন্থও (৫) দ্রুত ফিরে যান। জেমস অ্যান্ডারসন ও স্টোকস দু’টি করে উইকেট নেন। ব্রড ও স্যাম কুরান একটি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement