Virat Kohli: এক দশক পরে উইম্বলডনে বিরাট কোহলি, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন জকোভিচের ম্য়াচ
Wimbledon 2025: বিরাট কোহলির পাশাপাশি নোভাক জকোভিচের ম্যাচ দেখতে জো রুট, জেমস অ্যান্ডারসন, রজার ফেডেরাররাও সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন।

লন্ডন: ইংল্যান্ডে এখন খেলাধুলোর ভরা মরশুম। একদিকে যেখানে আয়োজিত হচ্ছে ভারত ও ইংল্যান্ডে ছেলে ও মেয়েদের মধ্যে ক্রিকেট সিরিজ়, সেখানে রমরমিয়ে চলছে উইম্বলডনও (Wimbledon 2025)। টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ দেখতে এখনও তাঁকে দেখা যায়নি। তবে অল ইংল্যান্ড ক্লাবে সস্ত্রীক দেখা মিলল বিরাট কোহলির (Virat Kohli)।
কোহলি বর্তমানে যে লন্ডনেই স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে সিংহভাগ সময় থাকেন, তা মোটামুটি সকলেরই জানা। তাঁর টেনিসপ্রেমও কারুর অজানা নয়। অতীতেও তাঁকে উইম্বলডনে দেখা গিয়েছে। তবে ব্যস্ত সূচির জেরেই সম্ভবত ২০১৫ সালের পর তাঁকে সেখানে যেতে দেখা যায়নি। তবে বর্তমানে দুই আন্তর্জাতিক ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর কোহলির হাতে খানিকটা সময় রয়েছে। আপাতত তাঁর কোনও ধরনের ম্য়াচ নেই। সেই ফাঁকেই এক দশক পর ফের একবার উইম্বলডনে দেখা মিলল কোহলির।
তিনি রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তথা গত বছরের ফাইনালিস্ট নোভাক জকোভিচের (Novak Djokovic) ম্যাচ দেখতে হাজির ছিলেন। জকোভিচ ও অ্যালেক্স ডি মিনাউরের রাউন্ড অফ ১৬-র ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায়ও সেই ম্যাচ দেখার একটি ছবি আপলোড করেন কোহলি। তাঁর ক্যাপশনে জকোভিচকে ট্যাগ করে 'কিং কোহলি' লেখেন, 'দুর্দান্ত এক ম্য়াচের সাক্ষী থাকলাম। তবে এটা যোদ্ধার (জকোভিচ) জন্য তো নিত্যদিনের ব্যাপার।'
তবে শুধু কোহলি নন, উইম্বলডনে প্রায়শই বিভিন্ন জগতের তারকাদের উপস্থিতি দেখা যায়। এদিন কোহলি ছাড়াও জকোভিচের ম্যাচ দেখতে সস্ত্রীক হাজির ছিলেন আরেক মহাতারকা জো রুট। উপস্থিত ছিলেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। রুটের সঙ্গে সেন্টার কোর্টেই উপস্থিত টেনিস কিংবদন্তি রজার ফেডেরারকে করমর্দন ও আলাপচারিতা করতেও দেখা যায়।
A Royal Roll Call at Centre Court 👑🎾
— Star Sports (@StarSportsIndia) July 7, 2025
When Roger Federer, Virat Kohli, Jimmy Anderson, and Joe Root share the stands — you know it’s more than just a tennis match.
Wimbledon just served us a GOAT-level crossover! 🐐✨#Wimbledon2025 👉 Watch all the action LIVE on Star Sports… pic.twitter.com/Aduio3WoqC
ম্যাচের কথা বলতে গেলে এদিন জকোভিচ শুরুটা ভাল করেননি। কেরিয়ারে প্রথমবার ঘাসের কোর্টের স্ল্যামে প্রথম রাউন্ড তিনি ১-৬ ব্যবধানে পরাজিত হয়। তবে পরের তিন সেটে তিনি নিজের স্বমহিমায় ফেরেন। ৬-৪, ৬-৪, ৬-৪ স্কোরে পরের তিন সেট জিতে ম্যাচও জিতে নেন সার্বিয়ান মহাতারকা।






















