এক্সপ্লোর
আর্থিক চুক্তির অঙ্ক বাড়িয়ে পাঁচ কোটি টাকা চাই, দাবি কোহলিদের

নয়াদিল্লি: বেতন বৃদ্ধির দাবি ভারতীয় ক্রিকেটারদের। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরই ক্রিকেটারদের হয়ে এই দাবি তুলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই এই দাবিতে বিস্মিত হলেও তা খারিজ করে দেয়নি। এ ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইপিএল শেষ হওয়া পর্যন্ত ক্রিকেটারদের অপেক্ষা করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।আগামী ৫ এপ্রিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) বিসিআই আধিকারিকদের বৈঠকে ডেকেছে। আগামী ৫ এপ্রিল হায়দরাবাদে এই বৈঠক হবে। তবে ওই বৈঠকে ক্রিকেটারদের দাবি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। সিওএ প্রধান তথা প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাইয়ের অফিসের এক আধিকারিক জানিয়েছেন, ৫ এপ্রিলের বৈঠকের আলোচ্যসূচী আগেই ঠিক হয়ে গিয়েছে। তাই ওই বৈঠকে কোহলিদের দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। ক্রিকেটাররা জানতে পেরেছেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার পরও বিসিসিআই ক্রিকেটারদের অন্যান্য কয়েকটি দেশের বোর্ডের তুলনায় অনেক কম অর্থ দেয়। বিসিসিআই-এর চলতি অর্থবর্ষের বাজেটে উদ্বৃত্ত ৫০৯.১৩ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটাররা খোঁজ নিয়ে দেখেছেন, আর্থিক চুক্তির মাপকাঠিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পর চতুর্থ স্থানে রয়েছেন তাঁরা। কোহলি বিষয়টি নিয়ে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যর সঙ্গে আলোচনা করে সিওএ-র সঙ্গে খেলোয়াড়দের চুক্তিপত্র নিয়ে একটি বৈঠক ডাকার আর্জি জানান। সিওএ প্রথমে আর্থিক চুক্তির অঙ্ক বাড়ানোর দাবি মানতে নারাজ ছিলেন। কারণ, সুপ্রিম সিওএ চুক্তির এই অর্থ বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ধোনি বা কোহালির মতো ‘এ’ গ্রেড ক্রিকেটারেরা পাচ্ছেন বার্ষিক ২ কোটি টাকা রিটেনার ফি। ‘বি’ গ্রেড পাবে বছরে ১ কোটি। আর ‘সি’ গ্রেড পাবে বছরে ৫০ লক্ষ। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ২ কোটি টাকার প্রস্তাবিত অঙ্ক মেনে নিতে রাজি নন। তাঁরা জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তি তাঁদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ক্রিকেটারেরা প্রস্তাব দিয়েছিলেন, ‘এ’ গ্রেডের জন্য ন্যূনতম টাকার অঙ্ক হোক বছরে ৫ কোটি। বি’ গ্রেডের জন্য ৩ এবং ‘সি’ গ্রেডের জন্য হোক ১.৫ কোটি। সূত্রের খবর, এই দাবির ক্ষেত্রে কোহলির পাশে রয়েছেন কোচ অনিল কুম্বলে। তাঁরা বোনাসের কথাও বলেছেন। তাঁরা জানিয়েছেন, জো রুট, স্টিভ স্মিথদের তুলনায় আয়ে তাঁদের সঙ্গে এতটা বৈষম্য মেনে নেওয়া যায় না। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারেরা এখন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করার চিন্তাভাবনাও শুরু করেছেন। অন্যান্য দেশে ক্রিকেটারদের চুক্তির টাকা বোর্ডকে ঠিক করতে হয় প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, সুপ্রিম কোর্ট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গড়ার জন্য একটা সময় অনিল কুম্বলে-কে দায়িত্ব দিয়েছিল। আগামীদিনে কুম্বলে, অশ্বিন ও কোহলিকে নিয়ে এ ধরনের একটা কমিটি গড়ে উঠতে পারে। সূত্রের খবর, ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা খুবই উজ্জ্বল। কারণ, সিওএ ক্রিকেটারদের যুক্তি মেনে নিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















