এক্সপ্লোর
Advertisement
ওপেনে মায়াঙ্কের সঙ্গে পৃথ্বী, তিন পেসার, ছয় ব্যাটসম্যান নিয়ে নামছে ভারত, ইঙ্গিত কোহলির
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি শুক্রবার। প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে থাকতে পারেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। ওপেনার হিসেবে খেলতে দেখা যেতে পারে মায়াঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ-কে।
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি শুক্রবার। প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে থাকতে পারেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। ওপেনার হিসেবে খেলতে দেখা যেতে পারে মায়াঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ-কে। তাঁদের দুজনে প্রথম একাদশে খেলোনোর ইঙ্গিত বুধবার সকালে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও জানিয়েছেন, উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থ নন, অগ্রাধিকার পাবেন ঋদ্ধিমান সাহা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির দল ছয় ব্যাটসম্যান নিয়ে নামতে পারে। এক্ষেত্রে হনুমা বিহারীকে পার্টটাইম বোলারের ভূমিকায় দেখা যাবে। দলের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন জসপ্রিত বুমরাহ। তাঁর সঙ্গে থাকছেন মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। স্পিনার হিসেবে রবীন্দ্র জাডেদা, না আর অশ্বিনকে খেলানো হবে তা এখনও জানা যায়নি।
ইশান্ত রঞ্জি ম্যাচে চোট পাওয়ার পর কয়েক দিন আগে ফিটনেস টেস্টে উতরেছেন। এরপরই তিনি নিউজিল্যান্ডে পৌঁছন। কোহলি বলেছেন, ইশান্তকে পুরোপুরি ফিট দেখিয়েছে। বোলিং করতে ওর কোনও অসুবিধা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ইশান্তের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
কোহলি ইঙ্গিত দিয়েছেন, মায়াঙ্কের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী। এর অর্থ প্রথম টেস্টে ড্রেসিংরুমেই থাকতে হচ্ছে শুভমানকে। অধিনায়ক মনে করছেন, ২০১৮-১৯-এর অস্ট্রেলিয়া সফরে মায়াঙ্ক ব্যাট হাতে যে ভূমিকা নিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরেও তার পুণরাবৃত্তি হতে পারে।
প্রথম একাদশ নিয়ে পরিষ্কারভাবে কিছু বলেননি কোহলি। তবে তিনি বলেছেন, তিন পেসার ও এক স্পিনার থাকবেন প্রথম একাদশে। এর থেকে স্পষ্ট, অনুশীলন ম্যাচে শতরানকারী হনুমা প্রথম টেস্টে খেলছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement