Virat Kohli Reply Babar Azam: অফ ফর্মের বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন বাবর, জবাবে কী লিখলেন কোহলি?
Virat Kohli: চলতি ইংল্যান্ড সফরে সব ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মাত্র ৫৯ রান করেছেন বিরাট। এর ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার জোর রব উঠলেও বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন বাবর আজম।
ম্যাঞ্চেস্টার: বিরাট কোহলির (Virat Kohli) রানের খরা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড়। চলতি ইংল্যান্ড সফরে সব ফর্ম্যাট মিলিয়ে পাঁচ ইনিংসে মাত্র ৫৯ রান করেছেন বিরাট। কেউ কোহলিকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য বলছেন, তো কেউ আবার কোহলির অতীতের রেকর্ড দেখিয়ে তাঁর শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিতে ব্যস্ত।
বেশ কয়েক ঘণ্টা পর কোহলির জবাব
এক দিন আগেই, শুক্রবার (১৫ জুলাই) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও (Babar Azam) কোহলির সমর্থনে দাঁড়িয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে, বর্তমান পাকিস্তান অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' এর পরে ২৪ ঘণ্টারও অধিক সময় কেটে গিয়েছে। বিরাট এই পোস্টের কোনও জবাব না দেওয়ায় খানিক সমালোচনাও হয়েছে বটে।
অবশেষে জবাব এল। বাবরের পোস্টের জবাবে বিরাট লেখেন, 'অনেক ধন্যবাদ। আরও জ্বলজ্বল কর এবং উন্নতি করতে থাকো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।' স্বভাবতই দুই ক্রিকেটপাগল দেশের দুই মহাতারকার এই আদানপ্রদান মুহূর্তের মধ্যে হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচে টসের আগে এবং ম্যাচের পরেও বাবর ও বিরাটকে বেশ খানিকক্ষণ একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর এখনও অবধি সামনা সামনি ময়দানে দেখা হয়নি বাবর-বিরাটের।
Thank you. Keep shining and rising. Wish you all the best 👏
— Virat Kohli (@imVkohli) July 16, 2022
এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান বর্তমানে আর দ্বিপাক্ষিক সিরিজ তো খেলেই না। তবে আসন্ন এশিয়া কাপে ফের একবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হবে দুই দেশ। সেই ম্যাচেও বিরাট-বাবরের দিকেই কিন্তু নজর থাকবে। তবে ভারত-পাকিস্তানের হাজারও ব্যবধান সত্ত্বেও, দুই মহাতারকার মধ্যে কে সেরা ব্যাটার, এইসব তুলনার মাঝেও, বিরাট ও বাবর আবারও প্রমাণ করে দিলেন ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।
আরও পড়ুন: স্পনসরশিপের লোভেই কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! বিস্ফোরক ইংল্যান্ডের প্রাক্তনী