এক্সপ্লোর
রাবাডার সঙ্গে সমস্যা থাকলে সামনাসামনি কথা বলে মিটিয়ে নেব, বলছেন বিরাট
কয়েকদিন আগে রাবাডা দাবি করেন, বিরাট অপরিণত। তিনি বিপক্ষের বোলারদের উদ্দেশে গালিগালাজ করলেও, তাঁকে কেউ পাল্টা গালিগালাজ করলে রেগে যান।

ছবি সৌজন্যে ট্যুইটার
সাউদাম্পটন: কাগিসো রাবাডা সরাসরি আক্রমণের পথে হাঁটলেও, পাল্টা মন্তব্য করলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগের দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘সাংবাদিক বৈঠকে আমি রাবাডার বিরুদ্ধে কোনও মন্তব্য করব না। রাবাডার সঙ্গে আমার যদি কোনও বিষয়ে আলোচনা করার থাকে, তাহলে সামনাসামনি কথা বলে নেব। ও একজন ভাল বোলার। ওর বিপক্ষ দলের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার ক্ষমতা আছে। তাই ওর বল দেখে খেলতে হবে।’ কয়েকদিন আগে রাবাডা দাবি করেন, বিরাট অপরিণত। তিনি বিপক্ষের বোলারদের উদ্দেশে গালিগালাজ করলেও, তাঁকে কেউ পাল্টা গালিগালাজ করলে রেগে যান। তবে বিরাট আজ বুঝিয়ে দিলেন, তিনি এই বিতর্ক এড়িয়ে চলতে চাইছেন। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আইপিএল-এ কোহলি সম্পর্কে রাবাডা কী বলেছে, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















