এক্সপ্লোর
Advertisement
এত ভালো জীবন পেয়েছি... দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে, তাই সুযোগ পেলে নেচে নিই, বললেন কোহলি
সাফল্যের সরণী বেয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তিনি বেশ সফল। ব্যক্তিগতভাবে জীবনকে উপভোগ করছেন তিনি। আর এজন্যই যখন মনে হয়, তখনই তাঁর গলায় কখনও গুনগুনিয়ে ওঠে কোনও গান, আবার কখনও কোনও গান কানে এলে তার তালে একপাক নেচেও নেন।
পোর্ট অফ স্পেন: সাফল্যের সরণী বেয়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তিনি বেশ সফল। ব্যক্তিগতভাবে জীবনকে উপভোগ করছেন তিনি। আর এজন্যই যখন মনে হয়, তখনই তাঁর গলায় কখনও গুনগুনিয়ে ওঠে কোনও গান, আবার কখনও কোনও গান কানে এলে তার তালে একপাক নেচেও নেন। চাহল টিভির সঙ্গে কথা বলতে গিয়ে সহ খেলোড়ায় যজুবেন্দ্র চাহলকে নিজেই এ কথা জানিয়েছেন কোহলি। চাহল কোহলির একটা ভিডিও ইন্টারভিউ নেন। সেই ভিডিও বিসিসিআই ডট টিভিকে পোস্ট করা হয়েছে।
চাহলের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেন, আমি মাঠে পুরো আনন্দ উপভোগ করি। মাঠে তাঁর নাচ নিয়ে চাহলের প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, শুধুমাত্র অধিনায়ক হওয়ার জন্য কোনও ধরনের চাপে পড়তে চাই না। ভারতের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে এবং তাই সুযোগ পেলে আনন্দ উপভোগ করা প্রয়োজন। কোনও গান শুনলে তার তালে নেচে নেওয়া এবং বিপক্ষ খেলোয়াড়দেরও এক্ষেত্রে সঙ্গী করে নেওয়া দরকার। এখন আমি খুবই খুশি। আর এজন্য সুযোগ পেলে ডান্স করতে ছাড়ি না।When in the Caribbean, breaking into a jig be like ???????????? #TeamIndia #WIvIND pic.twitter.com/teg6r2WilS
— BCCI (@BCCI) August 8, 2019
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি ১২০ রানের ইনিংস খেলেছেন। তিনি বলেছেন, আমাদের সবসময়ই লক্ষ্য থাকে যে, প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কেউ একজন বড় রান করুক। রোহিত বেশ কিছুদিন ধরেই ভালো খেলছে। আমিও সুযোগ এলেই রান করেছে। দুর্ভাগ্যবশত আজ রোহিত ও শিখর টিকে থাকতে পারেনি। তাই আমার উইকেটে থাকাটা জরুরি ছিল। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়ের নিজের ক্ষমতার ১০০ শতাংশ উজাড় করে দিতে চান বলেই জানিয়েছেন কোহলি।MUST WATCH: Chahal TV returns with #KingKohli ????????
From @imVkohli's record 42 ton to his dance moves ????????, @yuzi_chahal makes a smashing debut in the Caribbean. By @28anand #TeamIndia #WIvIND Full video here ????️????️ https://t.co/Cql7RCoaw1 pic.twitter.com/CCQu6dDRJA — BCCI (@BCCI) August 12, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement