এক্সপ্লোর
Advertisement
মাঠের বাইরে তাঁর ক্যাপ্টেন কে? জানালেন কোহলি
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে দলের ব্যাটন নেওয়ার পর ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর নেতৃত্বদানের দক্ষতা, রান ও জয়ের জন্য খিদে প্রতিদ্বন্দ্বী অনেক দলের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
এর পাশাপাশি ব্যক্তিগত জীবনে আদর্শ স্বামী হয়ে ওঠার কাজটা নিঃশব্দেই করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, বাড়িতে তাঁর 'ক্যাপ্টেন' কিন্তু স্ত্রী অনুষ্কা শর্মা। একটি সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন কোহলি। সেই সাক্ষাতকারের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
'মাঠের বাইরে আপনার ক্যাপ্টেন কে?' একটু হেসে প্রশ্নের জবাব দিয়ে কোহলি বলেছেন, 'অবশ্যই ও (অনুষ্কা শর্মা)। জীবনে সব সঠিক সিদ্ধান্ত নিয়েছে ও। অনুষ্কাই আমার শক্তির উত্স এবং আমাকে সব সময়ই ইতিবাচক রাখে। জীবনে এরকমই সঙ্গী চাই। এজন্য আমি কৃতজ্ঞ'।
কোহলি আরও বলেছেন, 'খেলা সম্পর্কে অনুষ্কার খুবই আবেগ রয়েছে। ও খেলাটা বোঝে এবং সমস্ত খেলোয়াড়দের অনুভূতির বিষয়টি বোঝার চেষ্টা করে। ওটা আমার খুব ভালো লাগে'।
গত বছরের ডিসেম্বরে বিয়ে হয়েছে কোহলি ও অনুষ্কার। সম্প্রতি বিমানবন্দরে অনুষ্কাকে কোহলির পোশাক পরে বিমানবন্দরে দেখা গিয়েছিল। আগে ওই টি-শার্ট পরে কোহলিকে জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছিল।“... She (@AnushkaSharma) is ofcourse (the captain off field), she takes all the right decisions in life... She is totally my strength and she keeps me positive all the time and that's what you want with your life partner so I'm very grateful” - @imVkohli 💕♥️ #Virushka pic.twitter.com/ZtqIjiAwoB
— Anushka Sharma News (@AnushkaNews) May 19, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement