Virat Kohli: টি-টোয়েন্টিতে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন বিরাট?
Virat Kohli Update: ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে কোনও সেঞ্চুরি নেই। টেস্টই শুধু নয়, টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটেও বড় রান আসছে না বিরাটের ব্যাট থেকে। বার্মিংহ্যামেও ব্যর্থ হয়েছেন।

মুম্বই: ঠিক ৯ মাস আগেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন। কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলে প্রথম একাদশে জায়গা হারাতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্তত বোর্ড সূত্রে তেমনই জানা গিয়েছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) ও এরপর তিন ম্যাচে ওয়ান ডে সিরিজের পারফরম্যান্সের ওপর বিচার করে হয়ত টি-টোয়েন্টি স্কোয়াড বিরাটের সুযোগ মিলবে কি না তা নির্ভর করবে।
ভারতীয় দল ইংল্য়ন্ড সফরের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে। সেখানে ওয়ান ডে সিরিজে শিখর ধবনের নেতৃত্বে খেলতে নামবে তরুণ ভারতীয় দল। রবীন্দ্র জাডেজাকে ডেপুটি বেছে নেওয়া হয়েছে। সেই সিরিজে রোহিত, বুমরা, বিরাট, পন্থ সবাইকেই বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এরপরই টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিসিসিআই সূত্রে খবর, রোহিত, পন্থ, হার্দিকরা টি-টোয়েন্টি সিরিজের জন্য উড়ে গেলেও বিরাটের ভাগ্য নির্ধারণ করবে ইংল্যান্ডে আসন্ন ৬ ম্যাচের ওপর। সেখানে কেমন পারফর্ম করেন তার পরেই বিরাটকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা হবে।
চলতি বছরের শেষেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট মারফৎ জানা যাচ্ছে যে দলের মিডল অর্ডারে না কি বিরাটের জায়গা হচ্ছে না। কারণ এখন অনেক তরুণ মুখ উঠে এসেছেন। আর তাঁরা পারফর্মও করছেন। এই পরিস্থিতিে অফফর্মের বিরাটের ওপর চাপ বাড়ছে।
আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ
বিরাট, বুমরাদের অনুপস্থিতিতে আজ একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছেন রোহিত। আয়ারল্যান্ড সিরিজে যে দল ছিল সেই দলই মূলত খেলতে নামছে। হার্দিক, কার্তিক ছাড়াও নজরে থাকবেন দীপক হুডাও। আয়ারল্যান্ড সিরিজেই নিজের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছেন। তাও এবার টি-টোয়েন্টি ক্রিকেটে। আজকের ম্যাচও হুডা যে প্রথম একাদশে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই মূলত দল বেছে নেবে বিসিসিআই। স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহাল তো রয়েইছেন, সঙ্গে রবি বিষ্ণোইও নজরে থাকবেন।






















