এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly and Virat Kohli: অনলাইন গেমিং অ্যাপের প্রচার করায় সৌরভ-কোহলির ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মাদ্রাজ হাইকোর্টের
করোনা আবহে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই রমরমিয়ে চলছে অনলাইন গেমিংয়ের ব্যবসা। আর বেশ কয়েকটি অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলিদের মতো তারকাদের। যদিও তা থেকে তৈরি হয়েছে বিতর্ক। মাদ্রাজে একাধিক কিশোর এই ধরনের ফ্যান্টাসি অ্যাপে টাকা লাগিয়ে অর্থ খুইয়েছেন। তার ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করেন অনেকেই। যা নিয়ে সৌরভ-কোহলিদের নোটিশ পাঠিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট।
চেন্নাই: করোনা আবহে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই রমরমিয়ে চলছে অনলাইন গেমিংয়ের ব্যবসা। আর বেশ কয়েকটি অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলিদের মতো তারকাদের। যদিও তা থেকে তৈরি হয়েছে বিতর্ক। মাদ্রাজে একাধিক কিশোর এই ধরনের ফ্যান্টাসি অ্যাপে টাকা লাগিয়ে অর্থ খুইয়েছেন। তার ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করেন অনেকেই। যা নিয়ে সৌরভ-কোহলিদের নোটিশ পাঠিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট।
বৃহস্পতিবার ফের জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক অনলাইন গেমিংয়ের হয়ে প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, দুই তারকা ক্রিকেটারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষকে টাকার খেলায় নামার প্রলোভন দেখাচ্ছে অনলাইন গেমিং সংস্থাগুলো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আগেই নোটিশ পাঠিয়েছিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। শুধু সৌরভ এবং কোহলি নন, অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ প্রচার ও সমর্থনের জন্য অভিনেতা প্রকাশ রাজ, তমন্না ভাটিয়া, রানা ও সুদীপ খানকেও নোটিশ পাঠিয়েছে বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পুগালেন্ধিকে নিয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।
মাদ্রাজে একাধিক কিশোর এই ধরনের ফ্যান্টাসি অ্যাপে টাকা লাগিয়ে অর্থ খুইয়েছেন। তার ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করেন অনেকেই। এর পরেই আইনজীবী মহম্মদ রিজভি আদালতে জনস্বার্থ মামলা করেন। আর তার জন্যই সৌরভকে পাঠানো হয় নোটিশ।
সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি এন কিরুবাকরণ ও বি পুগালেন্ধির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানতে চেয়েছে, প্রচার করার জন্য তারকা ক্রিকেটারদের ওপর দায় চাপানো যায় কি না। বিচারপতি কিরুবাকরণ বলেছেন, ‘সাধারণ মানুষ যদি দেখে একজন তারকা কিছুর হয়ে প্রচার করছেন, তাঁরা তো সেগুলি অনুসরণ করবেন। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির মতো তারকা যাঁদের অনেক ভক্ত রয়েছে।’
প্রসঙ্গত, তামিলনাড়ুতে অনলাইন গেমিং আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement