RG Kar News: ধর্নার দিন আরও বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE": এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের । ধর্নার দিন আরও বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের । দাবিপূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার সিপি-কে চিঠি । পুলিশ অনুমতি না দেওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত । 'সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কেন NOC দেওয়া হচ্ছে না?' ।জানতে চেয়ে মুখ্যসচিবকে ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
'এখনও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না CBI?' । জানতে চেয়ে CBI-এর ডিরেক্টরকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
আরও খবর...
বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দুই দলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে। তিন টেস্ট ম্যাচের পর সিরিজ আপাতত ১-১। সিরিজের ফয়সালা হবে শেষ দুই টেস্টে। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট। তার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। কেমন হল সেই দল? অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সকলের কৌতূহল ছিল মূলত একটাই কারণে। ভারতের আতঙ্ক হয়ে ওঠা ট্র্যাভিস হেড (Travis Head) কি একাদশে থাকবেন? কুঁচকির চোট রয়েছে হেডের। তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের (Sam Konstas)।
ফের মিড ডে মিলে টিকটিকি মেলার অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের বৈকুন্ঠপুরের ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের একাংশের অভিযোগ মঙ্গলবার খিচুরি বাড়ি নিয়ে যাওয়ার পরই খাবারে টিকটিকির দেহাংশের মতো কিছু দেখতে পান তাঁরা। কিছু একটা ছিল সে কথা স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ির রাঁধুনীও। ঘটনায় জানাজানি হতেই চাঞ্চল্য় ছড়ায় এলাকায়।