Virat Kohli: নিউজিল্যান্ডে তিনদিনে হেরেছিলাম, তখন তো কোনও কথা হয়নি, পাল্টা কোহলি
কোহলি সোজা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আমরা কি এভাবে খেলে থাকি, যাতে ম্যাচ পাঁচদিন গড়ায়, না আমরা জেতার জন্য খেলি? আমরা নিউজিল্যান্ডে তিনদিনে হেরে গিয়েছিলাম।তখন কিন্তু কেউ পিচের কথা বলেননি।আমাদের শক্তির দিকেই নজর দিয়েছি, পিচের দিকে নয়। (স্পিনিং ট্র্যাক) নিয়ে এই ভাষ্যের ব্যাপারে আমাদের সবারই সততার প্রয়োজন।
আমেদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে আহমেদাবাদের পিচ নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে। মোতেরার এই টেস্ট মাত্র দুদিনেই খতম হয়ে যাওয়ার পর সেই বিতর্ক এখনও অব্যাহত। পিচ নিয়ে এত জলঘোলা আদৌ ভালোভাবে নিচ্ছেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এই মোতেরা স্টেডিয়ামেই সিরিজের শেষ তথা চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। তার আগে কোহলি বলেছেন, আমেদাবাদের পিচ নিয়ে বড় বেশিই আলোচনা চলছে। এখন সবাইকে এই বাস্তবটা বুঝতে হবে যে, উপমহাদেশে টেস্ট খেলতে গেলে স্পিন একটা বড় ফ্যাক্টর। এ কথা বলতে গিয়ে কোহলি ২০২০-র গোড়ায় নিউজিল্যান্ড সফরের উল্লেখ করেছেন। ওই সিরিজে ভারত ২-০ হোয়াইট ওয়াশ হয়েছিল। দুটি টেস্টই তিনদিনের বেশি গড়ায়নি। এ কথার উল্লেখ করে কোহলি বলেছিলেন, তখন কিন্তু সবাই পিচ নিয়ে নয়, ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছিলেন।
কোহলি সোজা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আমরা কি এভাবে খেলে থাকি, যাতে ম্যাচ পাঁচদিন গড়ায়, না আমরা জেতার জন্য খেলি? আমরা নিউজিল্যান্ডে তিনদিনে হেরে গিয়েছিলাম।তখন কিন্তু কেউ পিচের কথা বলেননি।আমাদের শক্তির দিকেই নজর দিয়েছি, পিচের দিকে নয়। (স্পিনিং ট্র্যাক) নিয়ে এই ভাষ্যের ব্যাপারে আমাদের সবারই সততার প্রয়োজন।
চলতি সিরিজের তৃতীয় টেস্টে দুদিনের মধ্যেই খতম হয়ে গিয়েছিল-গত ৫০ বছরে টেস্টের ইতিহাসে এই প্রথম।
চতুর্থ টেস্টের আগেও অনেক প্রাক্তন ক্রিকেটারই মোতেরার পিচ নিয়ে তাঁদের মন্তব্য জানাচ্ছেন। এই বিতর্কে কোহলির সুরেই কথা বলেছেন তাঁর ডেপুটি আজিঙ্কা রাহানে। ভারতের সহ অধিনায়ক বলেছেন, ভারতের পারফরম্যান্সের সঙ্গে পিচকে যুক্ত করা একেবারেই সমীচিন নয়। কোহলি এমনটাই মনে করেন।
ভারতের অধিনায়ক বলেছেন, স্পিন ট্র্যাক নিয়ে বড় বেশিই কথাবার্তা হচ্ছে। উপমহাদেশে স্পিনিং ট্র্যাক মানাসই, এই মতামত আমাদের সংবাদমাধ্যমের তুলে ধরা উচিত। আমাদের সাফল্য কারণ হল, আমরা কোন ট্র্যাকে খেলা হচ্ছে তা নিয়ে মাথা ঘামাই না। আমরা সবসময়ই উন্নতি করার চেষ্টা করি। পিচ বা বল নিয়ে এত মাথাব্যথার কারণ খুঁজে পাচ্ছি না। পিচকে দায়ী করার থেকে দক্ষতাই এখানে প্রধান।