এক্সপ্লোর
Advertisement
অনুষ্কার বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট, একুশেই বিরাট পরিবারে আসছে নতুন সদস্য
বাবা হচ্ছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে জানালেন খুশির খবর।
দুবাই: আইপিএল মরসুম শুরুর একেবারে প্রাক মুহূর্তে খুশির খবর শোনালেন ভারত অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলপতি বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাটের ঘোষণা, পরিবারে আসছে নতুন সদস্য, তিনি বাবা হতে চলেছেন। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম ও ট্যুইটারে অনুষ্কা শর্মার সঙ্গ ছবি পোস্ট করে কিং কোহলি লিখেছেন, “আমরা শীঘ্রই তিন হতে চলেছি।” নতুন সদস্য আসছে একুশের জানুয়ারিতে। একই ছবি পোস্ট করে অনুরাগীদের খুশির খবর দিয়েছেন বলিউড তারকা অনুষ্কা শর্মাও।
ছবিতে অনুষ্কার পরনে কালোর ওপর সাদা পোলকা ডট ড্রেস। ছবিতে বেবি বাম্প পরিষ্কার বোঝা যাচ্ছে । ঠিক তাঁর পিছনেই ধূসর রঙের টি-শার্ট পরে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। বন্ধু, সতীর্থরা তো বটেই অনুরাগীদের শুভেচ্ছার ঢল নেমেছে তারকা যুগলের পোস্টে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিয়ে করার কথা ঘোষণা করেছেন দুই বিশ্বকাপার যুজবেন্দ্র চহল ও বিজয় শঙ্কর। তার আগে বাবা হওয়ার খুশির খবর দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দল থেকে এল আরও এক খুশির খবর। শুধু ক্রিকেটই নয়, সিনে দুনিয়াও পেল আনন্দ সংবাদ।
সম্প্রতি আইপিএল খেলতে দুবাই গিয়েছেন কোহলি অ্যান্ড টিম। সেখানে আরসিবি অধিনায়কের জন্য বন্দোবস্ত করা হয়েছে নিভৃতবাসের। আইপিএল খেলতে দুবাই গিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement