এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ইশান্ত শর্মার, ট্রোল করলেন বিরাট
২০০৭ থেকে ভারতীয় দলের হয়ে খেললেও, গত কয়েক বছর ধরে শুধু টেস্টেই খেলার সুযোগ পাচ্ছেন ইশান্ত।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ট্রোলড ভারতীয় দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তাঁকে ট্রোল করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ইশান্ত। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমরা একবারই বাঁচি।’ পাল্টা বিরাট লেখেন, ‘আমি তো এটা জানতামই না!’
২০০৭ থেকে ভারতীয় দলের হয়ে খেললেও, গত কয়েক বছর ধরে শুধু টেস্টেই খেলার সুযোগ পাচ্ছেন ইশান্ত। গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার খেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে খেলার সুযোগ পেতে পারেন ইশান্ত। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















