এক্সপ্লোর
Advertisement
কঠিন পরিস্থিতিতে সচিনের চেয়ে ভালো কোহলি: ইমরান খান
নয়াদিল্লি: সচিন সেরা, না বিরাট। ক্রিকেট মহলে জোর জল্পনা কিছুদিন ধরেই চলছে। এবার এ ব্যাপারে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। তিনি বলেছেন, ম্যাচের কঠিন পরিস্থিতিতে সচিনের চেয়ে অনেক ভালো বিরাট।
ইসলামাবাদে নিজের বাড়িতে বসে একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন পাক তারকা বলেছেন, ক্রিকেটে বিভিন্ন যুগ রয়েছে। আশির দশকে ভিভ রিচার্ডসের পর উত্থান ঘটে ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকরের। বিরাট কোহলি আমার দেখা সবচেয়ে কমপ্লিট ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ে সহজাত বহুমুখী দক্ষতা রয়েছে। দুই পায়েরই ভালো ব্যবহার করতে পারে। মাঠের যে কোনও দিকে শট খেলতে পারে।
প্রতিভা ও টেকনিক ছাড়াও বিরাটের টেম্পারামেন্টেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন অলরাউন্ডার। ইমরান বলেছেন, বিরাটের টেম্পারামেন্ট সচিনের থেকেও ভালো। কঠিন পরিস্থিতিতে ওর পারফরম্যান্স সচিনের থেকেও ভালো। অনেকক্ষেত্রেই সচিন কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে পারেনি।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে ইডেনে এসেছিলেন ইমরান। তিনি বলেছেন, পাকিস্তানকে হারতে দেখাটা খুবই কষ্টের। কিন্তু সেদিন অসাধারণ খেলেছিল কোহলি।আমি একজন বোলারদের দৃষ্টিকোণ থেকে ব্যাটসম্যানদের লক্ষ্য করি। ভাবি, কীভাবে আউট করা যায়। কঠিন পরিস্থিতিতে বিরাট যেভাবে খেলে সেটা নজর কাড়ে। ওই পরিস্থিতিতে যেকোনও ব্যাটসম্যানের তুলনায় সেরা বিরাট। বর্তমানে ও-ই সেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান।
ইমরান ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ফের শুরুর পক্ষে জোরাল সওয়াল করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ইন্ডিয়া
খবর
জেলার
Advertisement