Tokyo Olympic 2020: বাহুতে প্রতিপক্ষের কামড়, যন্ত্রণা সামলেও লড়াকু রবির প্রশংসায় সহবাগ
বুধবার দুর্দান্ত লড়াই করে কুস্তিতে জয় হাসিল করে নেন রবি। কিন্তু ম্যাচের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে।
নয়াদিল্লি: কুস্তিতে ৫৭ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের পদক নিশ্চিত হয়েছে। পদক নিশ্চিত করেছেন ভারতের রবি কুমা দাহিয়া। কাজখস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ম্যাচে জয় হাসিল করে নেন রবি। কিন্তু ম্যাচের পরই একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী দাঁত দিয়ে কামড় বসিয়েছিলেন রবির হাতে। তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে এরপরই। এবার সেই ইস্যুতে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। তিনি বলেন, 'ভীষণ অনুচিত এটা। তাও আমাদের রবি দাহিয়ার স্পিরিট নষ্ট করতে পারেনি। কাজাখস্তানের নুরিস্লামের খুবই অপমানজনক ব্যবহার। দারুণ রবি, তুমি বুক আরও চওড়া করে দিয়েছ।'
How unfair is this , couldn’t hit our #RaviDahiya ‘s spirit, so bit his hand. Disgraceful Kazakh looser Nurislam Sanayev.
— Virender Sehwag (@virendersehwag) August 4, 2021
Ghazab Ravi , bahut seena chaunda kiya aapne #Wrestling pic.twitter.com/KAVn1Akj7F
টোকিও অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে বুধবার জিতেছিলেন ভারতের রবি কুমার। কুস্তির ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের পালোয়ান নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। শুরুতে রবি ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও ম্যাচে ফিরে এসেছিলেন কাজাখস্তানের প্রতিপক্ষ। রুদ্ধশ্বাস ম্যাচে একটা সময় রবি কুমার পিছিয়ে ছিলেন ৭-৯ পয়েন্টের ব্যবধানে। কিন্তু সেই সময় দুরন্ত মুভে নুরিস্লামকে ম্যাট্রেসের ওপর ফেলে দেন তিনি। তাই পয়েন্টের হিসেবে নয়, সোজাসুজি ফাইনালে উঠে গেলেন ভারতীয় কুস্তিগীর। তবে ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে রবির জন্য। তাঁর মুখোমুখি হবেন টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। সেই ম্যাচ জিতলেই সোনা পেয়ে যাবেন রবি।
এদিকে বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জেতে ভারতীয় পুরুষ হকি দল। জার্মানিকে ৫-২ গোলে হারিয়ে দেয় হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই যদিও পিছিয়ে ছিল ভারত। কারণ প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে যায় তাঁরা। আক্রমণভাগে প্রথম দিকে ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। এই কোয়ার্টারে পরপর ২টো গোল করে ম্যাচে এগিয়ে যায় তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন সিমরনজিৎ। কিন্তু এরপরই টানা ২ গোল করে বড় লিড নিয়ে নেয় জার্মানরা। এক সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মান ব্রিগেড। কিন্তু এরপরই ম্যাচে ফের ফিরে আসে ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শেষে হার্দিক সিংহ ও হরমনপ্রীতের গোলে সমতা ফেরায় ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের রুপিন্দর পাল সিংহ গোল করেন। সিমরনজিৎ নিজের দ্বিতীয় গোলটি করেন এরপর ম্যাচে। চতুুর্থ কোয়ার্টারে জার্মানি একটি গোল শোধ করলেও তা জয় এনে দিতে পারেনি তাঁদের।