এক্সপ্লোর
দেখুন: স্ট্যাম্প উড়িয়ে দিল আমিরের এই নিখুঁত ইন-সুইং ইয়র্কার, মুগ্ধ বিপক্ষের কোচ অ্যালান ডোনাল্ড
লন্ডন: ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর থেকে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির। নয় বছর পরও কোনও পরিবর্তন নেই। এখনও ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেওয়ার মতো বোলিং করেন তিনি। তবে সময়ের পরিবর্তনে বাঁহাতি এই প্রতিভাশালী পেসারের কাঁধে প্রত্যাশার ভার চেপেছে।
গত মঙ্গলবার ইংল্যান্ডে কেন্টের বিরুদ্ধে পাকিস্তানের অনুশীলন ম্যাচে আমিরের দক্ষতার একটা ঝলক দেখা গেল। নিজের সেরা ফর্মে এই ম্যাচে দেখা যায়নি তাঁকে। কিন্তু এরপরও এমন একটা বল করলেন যা সবাইকে চমত্কৃত করেছে।
কেন্টের ইনিংসের ৫৬ তম ওভারে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স ব্লেকের স্ট্যাম্প আক্ষরিক অর্থেই ভেঙে দিলেন আমির। তাঁর ইয়র্কারের পেস ও অভ্রান্ত নিশানার কোনও হদিশ পেলেন না ব্লেক। আমিরের ইন-সুইং ইয়র্কার প্যাড ও ব্যাটের ফাঁক দিয়ে আছড়ে পড়ল স্ট্যাম্পে। উপড়ে গেল অফ ও মিডল স্ট্যাম্প।
আমিরের এই বলটি নিয়ে মুগ্ধতা ঝড়ে পড়েছে কেন্টের কোচ অ্যালান ডোনাল্ডের গলাতেও। এ ধরনের ফ্ল্যাট পিচে এই বল করার জন্য যে দক্ষতা, কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতা থাকা দরকার, তার সবকটিই আমিরের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন প্রোটিয়া স্পিডস্টার।Blake bowled by a scintillating yorker from Mohammad Amir for 3. Kent 174-3 in reply to Pakistan's 168 all out. Crawley joins Denly 91*. Scorecard & highlights: https://t.co/kTYjcBXdmb pic.twitter.com/tsQeDtWWTV
— Kent Cricket 🏏 (@kentcricket) May 1, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement