এক্সপ্লোর
দেখুন, অদ্ভুতভাবে আউট হলেন ডেভিড ওয়ার্নার

হোবার্ট: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অদ্ভুত ভঙ্গিতে আউট হলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কাইল অ্যাবটের বল তাঁর থাই প্যাডে লেগে লাফিয়ে উঠে কনুইয়ে লেগে উইকেটে আঘাত করে। এভাবে আউট হয়ে হতাশায় ভেঙে পড়েন ওয়ার্নার। প্রথম টেস্টে হারের পর হোবার্টে দ্বিতীয় টেস্টেও চাপে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে লড়াই করছেন উসমান খোয়াজা ও স্টিভ স্মিথ। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২১। দক্ষিণ আফ্রিকা এখনও ১২০ রানে পিছিয়ে। ওয়ার্নার ভালই ব্যাটিং করছিলেন। কিন্তু ৪৫ রানের মাথায় তিনি দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। দেখুন, ওয়ার্নারের আউট হওয়ার দৃশ্য
Seriously?! #AUSvSA pic.twitter.com/JBAsOXxtSB
— cricket.com.au (@CricketAus) November 14, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















