এক্সপ্লোর
এবার বেবি সিটারের ভূমিকায় হার্দিক পান্ড্য, ভিডিও ভাইরাল
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে নেই অলরাউন্ডার হার্দিক পান্ড্য। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরও অবশ্য প্রচারের আলো থেকে দূরে নেই তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের কাছে মাঝেমধ্যেই পৌঁছে যান তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি অনুরাগীদের নজর আরও একবার আকর্ষণ করলেন তিনি।

নয়াদিল্লি: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে নেই অলরাউন্ডার হার্দিক পান্ড্য। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরও অবশ্য প্রচারের আলো থেকে দূরে নেই তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের কাছে মাঝেমধ্যেই পৌঁছে যান তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি অনুরাগীদের নজর আরও একবার আকর্ষণ করলেন তিনি। ভিডিওতে তাঁকে একটি শিশুর সঙ্গে খেলায় মেতে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশনে হার্দিক লিখেছেন, রবিবারের বেবি সিটিং।
বিগত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্তকে স্লেজিং করতে গিয়ে অজি অধিনায়ক টিম পেইন বেবি সিটিংয়ের কথা বলেছিলেন। মাঠের বাইরের ওই বাকযুদ্ধ অবশ্য মাঠের বাইরে কোনও প্রভাব ফেলেনি। ম্যাচের পর পেইনের সন্তানের সঙ্গে দেখা গিয়েছিল পন্তকে। এবার হার্দিককে দেখা গেল বেবি সিটারের ভূমিকায়। ধারাভাষ্যকার যতীন সাপ্রুর সন্তানের সঙ্গে দেখা গেল তাঁকে। সম্প্রতি ক্রুনাল পান্ড্য ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে ভাই হার্দিকের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল।View this post on Instagram
গত সোমবার পান্ড্য ভাইদের কমলা রঙের ল্যাম্বারগিনিতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।🎶 Why this Kolaveri Kolaveri Kolaveri Di at the Pandya music studio 😆🎤 @hardikpandya7 pic.twitter.com/Ja6cBFkFGH
— Krunal Pandya (@krunalpandya24) August 10, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















