এক্সপ্লোর
Advertisement
দেখুন: ওভালে যে ‘বলে’র জন্য ভারতের জয়ের শেষ আশা শেষ হয়ে গেল
লন্ডন: শেষ তথা পঞ্চম টেস্টেও ভারতকে হারিয়ে সিরিজ ৪-১ জিতে নিয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টে ভারতকে ১১৮ রানে হারিয়ে সিরিজটা দুরন্তভাবে শেষ করল ইংল্যান্ড।
কিন্তু শেষ দিনের খেলা একটা সময় জমিয়ে দিয়েছিলেন ভারতের দুই ব্যাটসম্যান কে এল রাহুল ও ঋষভ পন্তের জুটি। লাঞ্চের পর একটা সময় মনে হচ্ছিল যে, ১-৪ সিরিজ হারতে হয়ত ভারতকে হবে না। ম্যাচটা জিতেও জেতে পারে ভারত। কিন্তু আদিল রশিদের একটা বল ভারতের শেষ আশার গুঁড়িয়ে দিল, ম্যাচের রাশ এনে দিল ইংল্যান্ডের হাতে।
চতুর্থ দিনের খেলার শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৫৮। দ্বিতীয় ইনিংসে ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে পঞ্চম দিনে যে ভারত জয়ের গন্ধ পেতে পারে, এমনটা দলের অতি বড় সমর্থকও বোধহয় ভাবতে পারেননি। পঞ্চম দিনের খেলায় মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারত দুই উইকেট হারায়। প্যাভিলিয়নে ফিরে যান গতদিনের অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী। এরপর রাহুলের সঙ্গী হন ঋষভ। পঞ্চম উইকেটে তাঁদের ২০৪ রানের জুড়ি হারের ভ্রুকুটি এড়িয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।
কে এল রাহুল ও ঋষভ পন্ত তাঁদের শতরানও পূর্ণ করে ফেলেন। কিন্তু চা-পানের বিরতির পর দিনের শেষ সেশনে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের একটা বল ভারতের আশায় জল ঢেলে দিল। পিচের একেবারে ধারে পড়ে বলটা যে এতটা টার্ন করবে, তা কোনও ব্যাটসম্যানের পক্ষে অনুমান করা কঠিন। লেগ স্ট্যাম্পের বাইরে পড়া বল রাহুলকে চমকে গিয়ে অফ স্ট্যাম্পে গিয়ে লাগে। ১৪৯ রানে আউট হয়ে যান রাহুল। তিনি আউট হওয়ার পর বাকি ব্যাটসম্যানরাও আর ক্রিজে দাঁড়াতে পারেননি।
— Gentlemen's Game (@DRVcricket) September 11, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement