এক্সপ্লোর
Advertisement
দেখুন: ফিল্ডিংয়ের সময় বল লাগল গলায়, বড় চোট এড়ালেন মায়াঙ্ক
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় বড়সড় চোট থেকে রক্ষা পেলেন অভিষেককারী মায়াঙ্ক আগরওয়াল। বল সপাটে এসে লাগল গলায়। যন্ত্রনায় কাতরাতে দেখা গেল তাঁকে।কিছুক্ষণের জন্য মাঠও ছাড়তে হল।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৫ তম ওভারের ঘটনা। উসমান খোয়াজা স্ট্রাইকে ছিলেন। বল করছিলেন রবীন্দ্র জাডেজা। জাডেজার একটা ফুলার ডেলিভারিতে সুইপ শট খেলেন অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটসম্যান। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মায়াঙ্কের গলায় এসে লাগে বল। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। আঘাত পরীক্ষা করে দেখে ফিজিও মাঠের বাইরে নিয়ে যান মায়াঙ্ককে। পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নামেন কে এল রাহুল। তবে যতটা মনে করা হচ্ছিল, সৌভাগ্যবশত আঘাত ততটা গুরুতর ছিল না।কয়েক ওভার পরই মাঠে ফিরে আসেন ভারতের ওপেনার। চতুর্থ দিন ভারত ৫ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে। বৃষ্টির আশঙ্কা থাকায় মাত্র ৫২ মিনিট ব্যাট করে ভারত। মায়াঙ্ক এদিন দুটি ছয় মারেন লায়নকে। তবে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করার আগেই প্যাট কামিন্সের বলে ৪২ রান করে আউট হয়ে যান মায়াঙ্ক। ইনিংসের ৩৮ তম ওভারে ঋষভ পন্ত (৩৩) আউট হতেই ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।Mayank Agarwal is making his way from the field after this nasty blow fielding in close. Hopefully nothing serious #AUSvIND pic.twitter.com/tE1aCQqhwl
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement